১৩ বছর পর বিচারকের আসনে রুনা লায়লা
দীর্ঘ ১৩ বছর পর আবারও একটি রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসছেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। চ্যানেল আই আয়োজিত ‘সেরা কণ্ঠ’ নামে গানের একটি রিয়েলিটি শোয়ের এবারের সিজনের প্রধান বিচারকের ভূমিকা পালন করবেন এ কিংবদন্তি। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজন কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুনা লায়লা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর চ্যানেল আই আয়োজিত সেরা কণ্ঠের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ ফরিদুর রেজা সাগর ও ইজাজ খান স্বপনকে। যারা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের প্রতি আমার একটাই কথা, তারা যেন গানে চর্চায় থাকে নিয়মিত। কারণ সংগীত এমনই একটি বিষয়, নিয়মিত চর্চায় থাকা ছাড়া ভালোভাবে গান গাওয়া সম্ভব নয়। এর আগেও আমি সেরা কণ্ঠে বিচারক হিসাবে ছিলাম। সেই সময় যারা অংশ নিয়েছে তারা এখন অনেকেই ভালো করছে। কেউ কেউ আবার সুরও করছে। তাদেরও বলছি, তোমরা গানে চর্চাটা নিয়মিত করবে। তবেই গানে নিজেদের যথাযথভাবে প্রমাণ করতে পারবে যে, তুমি সত্যিকারের একজন ভালো শিল্পী।’ একই আয়োজনে প্রখ্যাত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরীও বিচারকের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছে, ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে এবারের আয়োজন শুরু হচ্ছে। এটি এ শোয়ের সপ্তম আয়োজন। বাংলাদেশের পাশাপাশি উত্তর আমেরিকায়ও সরাসরি এবারের প্রতিযোগিতার অডিশন রাউন্ড অনুষ্ঠিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১৩ বছর পর বিচারকের আসনে রুনা লায়লা
দীর্ঘ ১৩ বছর পর আবারও একটি রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসছেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। চ্যানেল আই আয়োজিত ‘সেরা কণ্ঠ’ নামে গানের একটি রিয়েলিটি শোয়ের এবারের সিজনের প্রধান বিচারকের ভূমিকা পালন করবেন এ কিংবদন্তি। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজন কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুনা লায়লা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর চ্যানেল আই আয়োজিত সেরা কণ্ঠের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ ফরিদুর রেজা সাগর ও ইজাজ খান স্বপনকে। যারা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের প্রতি আমার একটাই কথা, তারা যেন গানে চর্চায় থাকে নিয়মিত। কারণ সংগীত এমনই একটি বিষয়, নিয়মিত চর্চায় থাকা ছাড়া ভালোভাবে গান গাওয়া সম্ভব নয়। এর আগেও আমি সেরা কণ্ঠে বিচারক হিসাবে ছিলাম। সেই সময় যারা অংশ নিয়েছে তারা এখন অনেকেই ভালো করছে। কেউ কেউ আবার সুরও করছে। তাদেরও বলছি, তোমরা গানে চর্চাটা নিয়মিত করবে। তবেই গানে নিজেদের যথাযথভাবে প্রমাণ করতে পারবে যে, তুমি সত্যিকারের একজন ভালো শিল্পী।’ একই আয়োজনে প্রখ্যাত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরীও বিচারকের দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছে, ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে এবারের আয়োজন শুরু হচ্ছে। এটি এ শোয়ের সপ্তম আয়োজন। বাংলাদেশের পাশাপাশি উত্তর আমেরিকায়ও সরাসরি এবারের প্রতিযোগিতার অডিশন রাউন্ড অনুষ্ঠিত হবে।