ঈদের নাটক নিয়ে ব্যস্ত অপূর্ব
আগামী রোজার ঈদের জন্য নাটক তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। অভিনয় শিল্পীরাও সেসব কাজ শুরু করে দিয়েছেন। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এ মুহূর্তে ঈদের নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন। সম্প্রতি আগামী ঈদের জন্য নির্মিত একটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘আপন যে জন’। এটি নির্মাণ করেছেন শাহজান সৌরভ। এ নাটকে তাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। তবে চরিত্রটি সম্পর্কে এখনই কিছু বলতে চাইছেন না এ অভিনেতা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নতুন এ নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘রোমান্টিক ঘরানার চরিত্রে আমাকে বেশি দেখা গেলেও এ নাটকে দর্শক আমাকে ভিন্ন রকম একটি চরিত্রে দেখতে পাবেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নতুন এ নাটক ছাড়াও অপূর্ব সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঈদের নাটক নিয়ে ব্যস্ত অপূর্ব
আগামী রোজার ঈদের জন্য নাটক তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। অভিনয় শিল্পীরাও সেসব কাজ শুরু করে দিয়েছেন। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এ মুহূর্তে ঈদের নাটকের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন। সম্প্রতি আগামী ঈদের জন্য নির্মিত একটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘আপন যে জন’। এটি নির্মাণ করেছেন শাহজান সৌরভ। এ নাটকে তাকে ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। তবে চরিত্রটি সম্পর্কে এখনই কিছু বলতে চাইছেন না এ অভিনেতা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নতুন এ নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘রোমান্টিক ঘরানার চরিত্রে আমাকে বেশি দেখা গেলেও এ নাটকে দর্শক আমাকে ভিন্ন রকম একটি চরিত্রে দেখতে পাবেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ নতুন এ নাটক ছাড়াও অপূর্ব সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন।