পিৎজার ব্যবসা শুরু করেছেন শিল্পা শেঠী
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী অভিনয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় বিশেষ যত্নবান। নিজে যা মেনে চলেন তা দর্শক ভক্তদেরও মেনে চলার পরামর্শ দেন। অভিনেত্রী, প্রযোজক-এসব পরিচয়ের বাইরে তিনি একজন সফল ব্যবসায়ীও। পুষ্টিকর খাবার নিয়ে তার আগ্রহ বেশ। এ অভিনেত্রী প্রচুর খেতে পছন্দ করেন, একইভাবে অন্যকে খাওয়াতেও তার ভালো লাগে। বিশ্বের বিভিন্ন দেশে তার খাবারের রেস্টুরেন্ট আছে। সে ধারাবাহিকতায় সম্প্রতি মুম্বাইয়ে তিনি একটি নতুন পিৎজা ক্যাফে চালু করেছেন। যার নাম দিয়েছেন ‘বিৎজা’। তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিৎজা ক্যাফের বিভিন্ন খাবারের ঝলক একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা গেছে, ‘লাল পোশাক পরা শিল্পা অনেককে পিৎজা উপহার দিচ্ছেন। উল্লেখ্য, ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেঠি। ২০১২ সালে তার ছেলে বিহানের জন্ম হয়। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে তার কোল আলো করে আসে মেয়ে শামিসা। শিগ্গির শিল্পা শেঠী অভিনীত ‘পুলিশ ফোর্স’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি মূলত ওটিটির জন্য নির্মিত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিৎজার ব্যবসা শুরু করেছেন শিল্পা শেঠী
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী অভিনয়ের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় বিশেষ যত্নবান। নিজে যা মেনে চলেন তা দর্শক ভক্তদেরও মেনে চলার পরামর্শ দেন। অভিনেত্রী, প্রযোজক-এসব পরিচয়ের বাইরে তিনি একজন সফল ব্যবসায়ীও। পুষ্টিকর খাবার নিয়ে তার আগ্রহ বেশ। এ অভিনেত্রী প্রচুর খেতে পছন্দ করেন, একইভাবে অন্যকে খাওয়াতেও তার ভালো লাগে। বিশ্বের বিভিন্ন দেশে তার খাবারের রেস্টুরেন্ট আছে। সে ধারাবাহিকতায় সম্প্রতি মুম্বাইয়ে তিনি একটি নতুন পিৎজা ক্যাফে চালু করেছেন। যার নাম দিয়েছেন ‘বিৎজা’। তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিৎজা ক্যাফের বিভিন্ন খাবারের ঝলক একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা গেছে, ‘লাল পোশাক পরা শিল্পা অনেককে পিৎজা উপহার দিচ্ছেন। উল্লেখ্য, ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেঠি। ২০১২ সালে তার ছেলে বিহানের জন্ম হয়। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে তার কোল আলো করে আসে মেয়ে শামিসা। শিগ্গির শিল্পা শেঠী অভিনীত ‘পুলিশ ফোর্স’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটি মূলত ওটিটির জন্য নির্মিত।