‘ব্রাজিলের খেলা সব সময় খুব উপভোগ করি’
ফুটবল বিশ্বকাপ ২০২২
আনন্দনগর প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢালিউডের এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা শাবনাজ। দীর্ঘদিন অভিনয়ে নেই, ফেরার খবরও নেই। জনপ্রিয় এ অভিনেত্রী ফুটবল খেলার ভক্ত। নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন। তিনি ব্রাজিলের ভক্ত। ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল সম্পর্কে শাবনাজ বলেন, ‘আমার প্রিয় দল সব সময়ই ব্রাজিল। দলটির খেলা সব সময় খুব উপভোগ করি। যদিও ফুটবলে আমি অতটা বিচক্ষণ নই। তবে আমার পুরো পরিবার ফুটবল খেলাকে ভালোবাসে।
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে আমাদের পরিবারের অন্য সদস্যদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা তৈরি হয়। কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ জার্মানির, কেউ কেউ আবার ফ্রান্সের সাপোর্টার। আমার বড় মেয়ে একজন ফুটবল খেলোয়াড়। সত্যি বলতে বিশ্বকাপ এলেই আমার পুরো পরিবারে আনন্দ বয়ে যায়। বিশ্বকাপ ঘিরে খেলা দেখার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। বিশ্বকাপের পুরো সময় বড় একটা ধকল যায় আমার ওপর।
বাচ্চাদের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয় বাসায় খেলা দেখার জন্য। খেলা চলাকালীন তাদের পছন্দের খাবার তৈরি করি। আমার স্বামী নাঈম তো আরও একধাপ এগিয়ে থাকে। বিশ্বকাপের সময়টুকু তার কাছে ঈদের মতোই। নাঈম বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের খেলাই দেখার চেষ্টা করেন। এবারে বিশ্বকাপের খেলাগুলো সত্যিই রোমাঞ্চে ভরা। কোনো দল নিয়ে কোনো প্রেডিকশন কাজ হচ্ছে না। আজ আবার ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই খেলা আছে। পুরো রাতই ফুটবল নিয়ে কাটবে। তবে আমি আশা করি, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফুটবল বিশ্বকাপ ২০২২
‘ব্রাজিলের খেলা সব সময় খুব উপভোগ করি’
ঢালিউডের এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা শাবনাজ। দীর্ঘদিন অভিনয়ে নেই, ফেরার খবরও নেই। জনপ্রিয় এ অভিনেত্রী ফুটবল খেলার ভক্ত। নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন। তিনি ব্রাজিলের ভক্ত। ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল সম্পর্কে শাবনাজ বলেন, ‘আমার প্রিয় দল সব সময়ই ব্রাজিল। দলটির খেলা সব সময় খুব উপভোগ করি। যদিও ফুটবলে আমি অতটা বিচক্ষণ নই। তবে আমার পুরো পরিবার ফুটবল খেলাকে ভালোবাসে।
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে আমাদের পরিবারের অন্য সদস্যদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা তৈরি হয়। কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ জার্মানির, কেউ কেউ আবার ফ্রান্সের সাপোর্টার। আমার বড় মেয়ে একজন ফুটবল খেলোয়াড়। সত্যি বলতে বিশ্বকাপ এলেই আমার পুরো পরিবারে আনন্দ বয়ে যায়। বিশ্বকাপ ঘিরে খেলা দেখার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। বিশ্বকাপের পুরো সময় বড় একটা ধকল যায় আমার ওপর।
বাচ্চাদের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয় বাসায় খেলা দেখার জন্য। খেলা চলাকালীন তাদের পছন্দের খাবার তৈরি করি। আমার স্বামী নাঈম তো আরও একধাপ এগিয়ে থাকে। বিশ্বকাপের সময়টুকু তার কাছে ঈদের মতোই। নাঈম বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের খেলাই দেখার চেষ্টা করেন। এবারে বিশ্বকাপের খেলাগুলো সত্যিই রোমাঞ্চে ভরা। কোনো দল নিয়ে কোনো প্রেডিকশন কাজ হচ্ছে না। আজ আবার ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই খেলা আছে। পুরো রাতই ফুটবল নিয়ে কাটবে। তবে আমি আশা করি, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’