ওটিটির কাজ নিয়ে ব্যস্ত মম
jugantor
ওটিটির কাজ নিয়ে ব্যস্ত মম

  আনন্দনগর প্রতিবেদক  

২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এখন অভিনয়ে নিয়মিত। নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে কাজ করছেন। সংখ্যায় কম কাজ করলেও, মানের দিক বিবেচনা করেন বেশি। বর্তমানে এ অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে তিনটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। এর মধ্যে ‘মহানগর-২’ নামে একটি সিরিজ নির্মাণ করেছেন আশফাক নিপুণ। ‘সাহসীকা-২’ নামে আরেকটি সিরিজ নির্মাণ করেছেন জিবরান তানভীর। ‘দ্য গার্ল’ নামে অন্য ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আকতারুল আলম তিনু। অন্যদিকে মম অভিনীত ‘ওরা সাতজন’ নামে একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন খিজির হায়াৎ খান। বর্তমানে এ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন মম। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এখন খুব বেশি কাজ করি না। অভিনয়ের ক্ষেত্রে এখন মানের প্রতি খুব যত্নবান আমি। অনেক কাজ করতে হবে এমন চিন্তা কখনো মাথায় রাখিনি। সম্প্রতি যে তিনটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছি, এগুলোর গল্প দারুণ। আমার চরিত্রের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। দর্শক দেখলেই বুঝতে পারবেন। আশা করছি, সবার পছন্দ হবে।’ এদিকে এ অভিনেত্রী ভ্যালেন্টাইন ডে ও ঈদুল ফিতরের জন্য নির্মিত নাটকের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল, ‘রাত্রির যাত্রী’। সামনে নতুন সিনেমাতেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।

ওটিটির কাজ নিয়ে ব্যস্ত মম

 আনন্দনগর প্রতিবেদক 
২৭ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এখন অভিনয়ে নিয়মিত। নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে কাজ করছেন। সংখ্যায় কম কাজ করলেও, মানের দিক বিবেচনা করেন বেশি। বর্তমানে এ অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে তিনটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। এর মধ্যে ‘মহানগর-২’ নামে একটি সিরিজ নির্মাণ করেছেন আশফাক নিপুণ। ‘সাহসীকা-২’ নামে আরেকটি সিরিজ নির্মাণ করেছেন জিবরান তানভীর। ‘দ্য গার্ল’ নামে অন্য ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আকতারুল আলম তিনু। অন্যদিকে মম অভিনীত ‘ওরা সাতজন’ নামে একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন খিজির হায়াৎ খান। বর্তমানে এ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন মম। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এখন খুব বেশি কাজ করি না। অভিনয়ের ক্ষেত্রে এখন মানের প্রতি খুব যত্নবান আমি। অনেক কাজ করতে হবে এমন চিন্তা কখনো মাথায় রাখিনি। সম্প্রতি যে তিনটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছি, এগুলোর গল্প দারুণ। আমার চরিত্রের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। দর্শক দেখলেই বুঝতে পারবেন। আশা করছি, সবার পছন্দ হবে।’ এদিকে এ অভিনেত্রী ভ্যালেন্টাইন ডে ও ঈদুল ফিতরের জন্য নির্মিত নাটকের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল, ‘রাত্রির যাত্রী’। সামনে নতুন সিনেমাতেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন