অভিনয়েও প্রশংসিত বসন্ত কুমার
jugantor
অভিনয়েও প্রশংসিত বসন্ত কুমার

  আনন্দনগর প্রতিবেদক  

৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

শিক্ষকতা নিয়েই ব্যস্ত ছিলেন বসন্ত কুমার বিশ্বাস। তবে এ পেশা থেকে অবসর নিয়েছেন এক যুগেরও বেশি সময় আগে। শিক্ষকতা করাকালীন নিজ এলাকা সুনামগঞ্জের মধ্যনগরে মঞ্চ নাটক নির্দেশনা দিতেন এবং অভিনয়ও করতেন তিনি। অভিনয় করেছেন ‘অনুসন্ধান’, ‘যৌতুক হলো অভিশাপ’, ‘মানুষ পেলাম না’ ও ‘গলি থেকে রাজপথ’ নাটকে। পেয়েছেন প্রশংসাও। এখনো অবসর কাটে তার অভিনয় নির্দেশনা নিয়ে। বসন্ত কুমার বিশ্বাস বলেন, ‘আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি যদি কেউ অভিনয়ও করে তাহলে তার সাধারণ জ্ঞান অনেক বেড়ে যাবে। যে কোনো স্থানে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলতে তার জড়তা থাকবে না। বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাক, আনোয়ার হোসেন ও খলিলের অভিনয় আমার ভীষণ ভালো লাগত। তাদের অভিনয় দেখেই আমার অভিনয়ে আসা। আমি ভীষণ গর্বিত মধ্যনগরের একজন সন্তান ও শিক্ষক হয়ে।’ এদিকে আগামী ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিতব্য ‘মধ্যনগর বিপি উচ্চবিদ্যালয় ও কলেজ’র শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি।

অভিনয়েও প্রশংসিত বসন্ত কুমার

 আনন্দনগর প্রতিবেদক 
৩১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

শিক্ষকতা নিয়েই ব্যস্ত ছিলেন বসন্ত কুমার বিশ্বাস। তবে এ পেশা থেকে অবসর নিয়েছেন এক যুগেরও বেশি সময় আগে। শিক্ষকতা করাকালীন নিজ এলাকা সুনামগঞ্জের মধ্যনগরে মঞ্চ নাটক নির্দেশনা দিতেন এবং অভিনয়ও করতেন তিনি। অভিনয় করেছেন ‘অনুসন্ধান’, ‘যৌতুক হলো অভিশাপ’, ‘মানুষ পেলাম না’ ও ‘গলি থেকে রাজপথ’ নাটকে। পেয়েছেন প্রশংসাও। এখনো অবসর কাটে তার অভিনয় নির্দেশনা নিয়ে। বসন্ত কুমার বিশ্বাস বলেন, ‘আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি যদি কেউ অভিনয়ও করে তাহলে তার সাধারণ জ্ঞান অনেক বেড়ে যাবে। যে কোনো স্থানে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলতে তার জড়তা থাকবে না। বাংলাদেশের নায়ক রাজ রাজ্জাক, আনোয়ার হোসেন ও খলিলের অভিনয় আমার ভীষণ ভালো লাগত। তাদের অভিনয় দেখেই আমার অভিনয়ে আসা। আমি ভীষণ গর্বিত মধ্যনগরের একজন সন্তান ও শিক্ষক হয়ে।’ এদিকে আগামী ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিতব্য ‘মধ্যনগর বিপি উচ্চবিদ্যালয় ও কলেজ’র শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন