‘অ্যাভাটার’র অনন্য রেকর্ড
jugantor
‘অ্যাভাটার’র অনন্য রেকর্ড

  আনন্দনগর ডেস্ক  

৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

জেমস ক্যামেরনের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভাটার-২’ বর্তমানে আয়ের দিক থেকে বিশ্বব্যাপী সর্বকালের সেরা চতুর্থ সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। এ সিনেমাটি এখন পর্যন্ত দুই বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। একই তালিকার শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনের প্রথম ‘অ্যাভাটার’। দ্বিতীয় স্থানে আছে মারভেলের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। তৃতীয় স্থানও দখলে রেখেছে জেমস ক্যামেরনের আরেক সিনেমা ‘টাইটানিক’। বক্স অফিস বিশ্লেষকরা মনে করেন, ‘অ্যাভাটার-২’ বা ‘অ্যাভাটার : ওয়ে অব ওয়াটার’ খুব দ্রুতই হয়তো টাইটানিককে ছাড়িয়ে যাবে। এদিকে ‘অ্যাভাটার-২’ ৯৫তম অস্কারেও বেশকিছু শাখায় মনোনয়ন পেয়েছে।

‘অ্যাভাটার’র অনন্য রেকর্ড

 আনন্দনগর ডেস্ক 
৩১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জেমস ক্যামেরনের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভাটার-২’ বর্তমানে আয়ের দিক থেকে বিশ্বব্যাপী সর্বকালের সেরা চতুর্থ সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। এ সিনেমাটি এখন পর্যন্ত দুই বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। একই তালিকার শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনের প্রথম ‘অ্যাভাটার’। দ্বিতীয় স্থানে আছে মারভেলের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। তৃতীয় স্থানও দখলে রেখেছে জেমস ক্যামেরনের আরেক সিনেমা ‘টাইটানিক’। বক্স অফিস বিশ্লেষকরা মনে করেন, ‘অ্যাভাটার-২’ বা ‘অ্যাভাটার : ওয়ে অব ওয়াটার’ খুব দ্রুতই হয়তো টাইটানিককে ছাড়িয়ে যাবে। এদিকে ‘অ্যাভাটার-২’ ৯৫তম অস্কারেও বেশকিছু শাখায় মনোনয়ন পেয়েছে।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন