‘অ্যাভাটার’র অনন্য রেকর্ড
জেমস ক্যামেরনের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভাটার-২’ বর্তমানে আয়ের দিক থেকে বিশ্বব্যাপী সর্বকালের সেরা চতুর্থ সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। এ সিনেমাটি এখন পর্যন্ত দুই বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। একই তালিকার শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনের প্রথম ‘অ্যাভাটার’। দ্বিতীয় স্থানে আছে মারভেলের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। তৃতীয় স্থানও দখলে রেখেছে জেমস ক্যামেরনের আরেক সিনেমা ‘টাইটানিক’। বক্স অফিস বিশ্লেষকরা মনে করেন, ‘অ্যাভাটার-২’ বা ‘অ্যাভাটার : ওয়ে অব ওয়াটার’ খুব দ্রুতই হয়তো টাইটানিককে ছাড়িয়ে যাবে। এদিকে ‘অ্যাভাটার-২’ ৯৫তম অস্কারেও বেশকিছু শাখায় মনোনয়ন পেয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘অ্যাভাটার’র অনন্য রেকর্ড
জেমস ক্যামেরনের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভাটার-২’ বর্তমানে আয়ের দিক থেকে বিশ্বব্যাপী সর্বকালের সেরা চতুর্থ সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। এ সিনেমাটি এখন পর্যন্ত দুই বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। একই তালিকার শীর্ষে রয়েছে জেমস ক্যামেরনের প্রথম ‘অ্যাভাটার’। দ্বিতীয় স্থানে আছে মারভেলের ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। তৃতীয় স্থানও দখলে রেখেছে জেমস ক্যামেরনের আরেক সিনেমা ‘টাইটানিক’। বক্স অফিস বিশ্লেষকরা মনে করেন, ‘অ্যাভাটার-২’ বা ‘অ্যাভাটার : ওয়ে অব ওয়াটার’ খুব দ্রুতই হয়তো টাইটানিককে ছাড়িয়ে যাবে। এদিকে ‘অ্যাভাটার-২’ ৯৫তম অস্কারেও বেশকিছু শাখায় মনোনয়ন পেয়েছে।