ভালোবাসার যুগান্তর
দৈনিক যুগান্তর। প্রতিষ্ঠার দুই যুগে পা রেখেছে এ বছর। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভলগ্নে যুগান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। জানিয়েছেন যুগান্তরের প্রতি তাদের ভালোলাগা ও ভালোবাসার কথা। এর প্রথম পর্ব প্রকাশ হলো আজ।
যুগান্তরের সঙ্গে আমার পরিচয় বা সম্পর্ক পত্রিকাটির প্রতিষ্ঠার শুরু থেকেই। সব সময়ই প্রতিষ্ঠানটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পাই। ব্যস্ততার কারণে যেতে পারি না। তবে শুভকামনা সব সময়ই থাকে। সেই যুগান্তর চব্বিশ বছরে পা দিলো! ভাবতে ভালোই লাগে। মনে হয়, এই তো সেদিন শুরু হলো! সময় অসময়ে যুগান্তরকে পাশে পেয়ে সেই প্রতিষ্ঠাকালীন থেকে। যতদূর জানি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এখনো নিজস্ব ঢঙে চলছে প্রতিষ্ঠানটি। আশা করি সামনের দিনগুলোতেও সব সময় জনগণের পক্ষে কাজ করে যাবে যুগান্তর। একটি পত্রিকা আর শোবিজাঙ্গন একে অন্যের পরিপূরক। একটি বাদ দিয়ে অন্যটি নয়। গেল তো ২৩ বছর, আশা করি সব সময় যুগান্তর চলচ্চিত্রের সংবাদ পরিবেশন করে শিল্পীদের পাশে থাকবে দেশের শীর্ষ পত্রিকা হিসাবে।
- ফরিদা আক্তার ববিতা, অভিনেত্রী
চলচ্চিত্রে আমি পঁয়তাল্লিশ বছরের মতো সময় কাজ করছি। করছি এ জন্যই বলা, এখনো অবসর নেইনি। হয়তো অভিনয় করছি না। কিন্তু মনে মনে চলচ্চিত্রকেই ধারণ করি। আমার সেই ধারণের অংশ হয়ে আছে যুগান্তর। চলচ্চিত্র জগতে চলার পথে যুগান্তরের সন্ধান পাই। পত্রিকাটিকে আমার পারিবারিক সদস্য বলে মনে করি। চলচ্চিত্র, রাজনৈতিক দুই জায়গাতেই পত্রিকাটি আমার সঙ্গী হিসাবে ছিল এবং এখনো আছে। বিগত দিনগুলোতে দেখেছি যুগান্তর সাধারণ মানুষের কথা বলেছে। এ জন্যই ২৪ বছরে পা দিয়েছে সফলতাকে সঙ্গে নিয়ে। পত্রিকাটির জন্য রইল আমার অনেক ভালোবাসা ও শুভ কামনা। যুগান্তরের প্রতি আমার প্রত্যাশা, যেন সব সময় সত্য ও সুন্দর সংবাদ প্রকাশ করে, সব সময় মানুষের কথা বলে, চলচ্চিত্রের সঙ্গে থাকে। শুভ জন্মদিন যুগান্তর।
-সোহেল রানা, অভিনেতা ও রাজনীতিবিদ
দেখতে দেখতে ২৩ বছর পার করল যুগান্তর। গত তেইশ বছর ধরে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে আসছে পত্রিকাটি। সব সময় চেষ্টা করেছে মানুষের কথা বলতে। বিনোদনের খবরগুলোও খুব সুন্দরভাবে প্রকাশ করে। আমি আগের মতো অভিনয়ে নিয়মিত নই। তবুও যুগান্তর সব সময় চেষ্টা করছে আমার খবর নিতে। যুগান্তরের জন্মদিনে শুভেচ্ছা জানাই।
-গুলশান আরা চম্পা, অভিনেত্রী
তেইশ বছর পার করল দৈনিক যুগান্তর, শুনেই খুব ভালো লাগছে। প্রতিষ্ঠার শুরু থেকেই পত্রিকাটি দেশ ও দশের কথা বলার চেষ্টা করছে। আমিও সব সময় পাশে পেয়েছি। আমার সংগঠন নিরাপদ সড়ক চাইয়ের জন্য এ পত্রিকার সম্পাদক সাইফুল আলম ভাইয়ের কাছে যখনই কোনো সহযোগিতা চেয়েছি তিনি আন্তকিরকভাবে তা করার চেষ্টা করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগান্তরের জন্য শুভকামনা।
-ইলিয়াস কাঞ্চন, অভিনেতা
মনে হয় এই তো সেদিন প্রথম প্রকাশ হলো! এরমধ্যেই ২৩ বছর পার করে ফেলেছে যুগান্তর। দীর্ঘ এই সময়ে পত্রিকাটি চেষ্টা করেছে মানুষের কথা বলতে। শুরু থেকেই সংগীত ও সংস্কৃতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে এসেছে পত্রিকাটি। এখনো সে ধারা অব্যাহত আছে। আমি যুগান্তরের জন্মদিনে শুভেচ্ছা জানাই। শুভ কামনা জানাই যুগান্তর পরিবারকে। আরও অনেক দূর এগিয়ে যাক যুগান্তর।
-শেখ সাদী খান, সংগীতজ্ঞ
যুগান্তর আমার পছন্দের একটি পত্রিকা। প্রিন্ট পত্রিকা হয়তো সব সময় পড়া হয় না। তবে অনলাইন ভার্সন সব সময় পড়ার চেষ্টা করি। পত্রিকাটি প্রতিষ্ঠলগ্ন থেকেই মানুষের কথা বলছে। শিল্প সংস্কৃতি নিয়েও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। আমার খবরও সব সময় প্রকাশ করে। প্রত্যাশা করি আগামী দিনগুলোতে যুগান্তর মানুষের কথা বলবে, মানুষের পাশে থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভকামনা।
-মাসুম পারভেজ রুবেল, অভিনেতা
শিল্প-সংস্কৃতির সঙ্গে গণমাধ্যমের সম্পর্কটা খুব গভীর। বলা যায় একটি আরেকটির পরিপূরক। যুগান্তর ২৩ বছর করল। শুনে বেশ ভালো লাগছে। আমি প্রত্যাশা করি যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আরও অনেক দূর এগিয়ে যাবে। শিল্পীদের পাশে থাকবে। সংস্কৃতির কথা বলবে। একইভাবে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সংস্কারের কথা বলবে। শুভকামনা যুগান্তর পরিবারের জন্য।
-শাফিন আহমেদ, সংগীতশিল্পী
শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে গণমাধ্যমেরও ভূমিকা অনেক। একজন শোবিজকর্মী হিসাবে বলতে পারি, বিনোদন জগতের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের বড় একটি ভূমিকা আছে। আমার ক্যারিয়ারের বয়স বেশি নয়। শুরু থেকেই আমি গণমাধ্যমের সহযোগিতা পেয়ে আসছি। তার মধ্যে অন্যতম যুগান্তর। সব সময়ই পত্রিকাটি পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে বলে আমার বিশ্বাস। যেতে যেতে যুগান্তর ২৩ বছর পার করল। অতীতে যেমন মানুষের কথা বলার চেষ্টা করেছে আশা করি সামনের দিনগুলোতেও যুগান্তর দেশ ও মানুষের কথা বলবে। শুভ জন্মদিন। শুভ কামনা যুগান্তর টিমের জন্য।
-শবনম বুবলী, চিত্রনায়িকা
দৈনিক যুগান্তর, দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম। আমরা সব সময় বলি, যুগান্তর আমাদের পত্রিকা। প্রিয় কাগজ। এ পত্রিকাটি ২৩ বছর পার করল নিমিষেই। ভাবতেও অবাক লাগে। বিগত দিনগুলোতে যেমন পত্রিকাটি মানুষের কথা বলেছে, চলচ্চিত্রের সঙ্গে থেকেছে, আগামী দিনগুলোতেও তেমনটি থাকবে বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই সুন্দর সুন্দর বিনোদনমূলক সংবাদ প্রকাশ করে আমাদের চলচ্চিত্রের পাশে থাকবে। দেশের মানুষের সঙ্গে থাকবে। সত্যিকার অর্থে গণমাধ্যমকর্মী আর চলচ্চিত্রকর্মীরা তো একে অন্যের পরিপূরক। আশা করি এ পরিপূরক বিষয়টি সব সময় অটুট থাকবে। সুন্দরের সঙ্গে বেঁচে থাকবে যুগান্তর। আরও অনেক দূর এগিয়ে যাক, শুভকামনা যুগান্তর।
-ওমর সানী ও মৌসুমী, অভিনয়শিল্পী
গণমাধ্যম শোবিজের একটি অংশ। গণমাধ্যমে বিভিন্ন সেগমেন্ট থাকে। যার মধ্যে বিনোদন অন্যতম একটি সেগমেন্ট। অভিনয়ের বাইরে খুব একটা সময় পাই না। যতটুকু পাই তার মধ্যে বিনোদনের খবরই তো নিতে হয়। সেগুলো গণমাধ্যম থেকেই নেওয়া হয়। গণমাধ্যম হিসাবে যুগান্তর প্রতিষ্ঠার শুরু থেকেই আমার পাশে থেকেছে। আমার খবরাখবর গুরুত্ব দিয়ে ছেপেছে। এ ছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকেই দেখছি পত্রিকাটি সফলতার সঙ্গে কাজ করছে। দেখতে দেখতে ২৩ বছর পার করল যুগান্তর। শুরু থেকে যেমন করে দেশ ও মানুষের কথা বলে এসেছে, প্রত্যাশা করি সামনের দিনগুলোতেও যুগান্তর মানুষের কথা বলবে। শিল্পীদের নিয়ে গঠনমূলক সংবাদ প্রকাশ করে তরুণ শিল্পীদের আগ্রহী করে তুলবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।
-জাহিদ হাসান, অভিনেতা ও নির্মাতা।
যুগান্তর সাহসী একটি পত্রিকা। আমার প্রিয় পত্রিকার মধ্যে অন্যতম বলা যায়। রাজনীতির পাশাপাশি এ পত্রিকার বিনোদন বিভাগের দৈনিক ও সপ্তাহিক আয়োজনগুলো সুখপাঠ্য। বিনোদন মাধ্যমে শিল্পীদের খবর এভাবে আর কেউ প্রকাশ করে না। বিশেষ করে নবাগত ও প্রতিভাবানদের নিয়ে যুগান্তরে প্রায়শই দেখি খবর ছাপা হয়। এটা ভালো লাগে। আমাকে নিয়ে তাদের আয়োজনগুলো ভালোলাগার। দেখতে দেখতে পত্রিকাটির ২৩ বছর হয়ে গেল। আমার বিশ্বাস সামনের দিনগুলোতেও মানুষের কথা বলবে যুগান্তর। প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগান্তর পরিবারকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
-ফেরদৌস আহমেদ, অভিনেতা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভালোবাসার যুগান্তর
দৈনিক যুগান্তর। প্রতিষ্ঠার দুই যুগে পা রেখেছে এ বছর। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভলগ্নে যুগান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। জানিয়েছেন যুগান্তরের প্রতি তাদের ভালোলাগা ও ভালোবাসার কথা। এর প্রথম পর্ব প্রকাশ হলো আজ।
যুগান্তরের সঙ্গে আমার পরিচয় বা সম্পর্ক পত্রিকাটির প্রতিষ্ঠার শুরু থেকেই। সব সময়ই প্রতিষ্ঠানটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পাই। ব্যস্ততার কারণে যেতে পারি না। তবে শুভকামনা সব সময়ই থাকে। সেই যুগান্তর চব্বিশ বছরে পা দিলো! ভাবতে ভালোই লাগে। মনে হয়, এই তো সেদিন শুরু হলো! সময় অসময়ে যুগান্তরকে পাশে পেয়ে সেই প্রতিষ্ঠাকালীন থেকে। যতদূর জানি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এখনো নিজস্ব ঢঙে চলছে প্রতিষ্ঠানটি। আশা করি সামনের দিনগুলোতেও সব সময় জনগণের পক্ষে কাজ করে যাবে যুগান্তর। একটি পত্রিকা আর শোবিজাঙ্গন একে অন্যের পরিপূরক। একটি বাদ দিয়ে অন্যটি নয়। গেল তো ২৩ বছর, আশা করি সব সময় যুগান্তর চলচ্চিত্রের সংবাদ পরিবেশন করে শিল্পীদের পাশে থাকবে দেশের শীর্ষ পত্রিকা হিসাবে।
- ফরিদা আক্তার ববিতা, অভিনেত্রী
চলচ্চিত্রে আমি পঁয়তাল্লিশ বছরের মতো সময় কাজ করছি। করছি এ জন্যই বলা, এখনো অবসর নেইনি। হয়তো অভিনয় করছি না। কিন্তু মনে মনে চলচ্চিত্রকেই ধারণ করি। আমার সেই ধারণের অংশ হয়ে আছে যুগান্তর। চলচ্চিত্র জগতে চলার পথে যুগান্তরের সন্ধান পাই। পত্রিকাটিকে আমার পারিবারিক সদস্য বলে মনে করি। চলচ্চিত্র, রাজনৈতিক দুই জায়গাতেই পত্রিকাটি আমার সঙ্গী হিসাবে ছিল এবং এখনো আছে। বিগত দিনগুলোতে দেখেছি যুগান্তর সাধারণ মানুষের কথা বলেছে। এ জন্যই ২৪ বছরে পা দিয়েছে সফলতাকে সঙ্গে নিয়ে। পত্রিকাটির জন্য রইল আমার অনেক ভালোবাসা ও শুভ কামনা। যুগান্তরের প্রতি আমার প্রত্যাশা, যেন সব সময় সত্য ও সুন্দর সংবাদ প্রকাশ করে, সব সময় মানুষের কথা বলে, চলচ্চিত্রের সঙ্গে থাকে। শুভ জন্মদিন যুগান্তর।
-সোহেল রানা, অভিনেতা ও রাজনীতিবিদ
দেখতে দেখতে ২৩ বছর পার করল যুগান্তর। গত তেইশ বছর ধরে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে আসছে পত্রিকাটি। সব সময় চেষ্টা করেছে মানুষের কথা বলতে। বিনোদনের খবরগুলোও খুব সুন্দরভাবে প্রকাশ করে। আমি আগের মতো অভিনয়ে নিয়মিত নই। তবুও যুগান্তর সব সময় চেষ্টা করছে আমার খবর নিতে। যুগান্তরের জন্মদিনে শুভেচ্ছা জানাই।
-গুলশান আরা চম্পা, অভিনেত্রী
তেইশ বছর পার করল দৈনিক যুগান্তর, শুনেই খুব ভালো লাগছে। প্রতিষ্ঠার শুরু থেকেই পত্রিকাটি দেশ ও দশের কথা বলার চেষ্টা করছে। আমিও সব সময় পাশে পেয়েছি। আমার সংগঠন নিরাপদ সড়ক চাইয়ের জন্য এ পত্রিকার সম্পাদক সাইফুল আলম ভাইয়ের কাছে যখনই কোনো সহযোগিতা চেয়েছি তিনি আন্তকিরকভাবে তা করার চেষ্টা করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগান্তরের জন্য শুভকামনা।
-ইলিয়াস কাঞ্চন, অভিনেতা
মনে হয় এই তো সেদিন প্রথম প্রকাশ হলো! এরমধ্যেই ২৩ বছর পার করে ফেলেছে যুগান্তর। দীর্ঘ এই সময়ে পত্রিকাটি চেষ্টা করেছে মানুষের কথা বলতে। শুরু থেকেই সংগীত ও সংস্কৃতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে এসেছে পত্রিকাটি। এখনো সে ধারা অব্যাহত আছে। আমি যুগান্তরের জন্মদিনে শুভেচ্ছা জানাই। শুভ কামনা জানাই যুগান্তর পরিবারকে। আরও অনেক দূর এগিয়ে যাক যুগান্তর।
-শেখ সাদী খান, সংগীতজ্ঞ
যুগান্তর আমার পছন্দের একটি পত্রিকা। প্রিন্ট পত্রিকা হয়তো সব সময় পড়া হয় না। তবে অনলাইন ভার্সন সব সময় পড়ার চেষ্টা করি। পত্রিকাটি প্রতিষ্ঠলগ্ন থেকেই মানুষের কথা বলছে। শিল্প সংস্কৃতি নিয়েও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। আমার খবরও সব সময় প্রকাশ করে। প্রত্যাশা করি আগামী দিনগুলোতে যুগান্তর মানুষের কথা বলবে, মানুষের পাশে থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভকামনা।
-মাসুম পারভেজ রুবেল, অভিনেতা
শিল্প-সংস্কৃতির সঙ্গে গণমাধ্যমের সম্পর্কটা খুব গভীর। বলা যায় একটি আরেকটির পরিপূরক। যুগান্তর ২৩ বছর করল। শুনে বেশ ভালো লাগছে। আমি প্রত্যাশা করি যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আরও অনেক দূর এগিয়ে যাবে। শিল্পীদের পাশে থাকবে। সংস্কৃতির কথা বলবে। একইভাবে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সংস্কারের কথা বলবে। শুভকামনা যুগান্তর পরিবারের জন্য।
-শাফিন আহমেদ, সংগীতশিল্পী
শিল্প সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে গণমাধ্যমেরও ভূমিকা অনেক। একজন শোবিজকর্মী হিসাবে বলতে পারি, বিনোদন জগতের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের বড় একটি ভূমিকা আছে। আমার ক্যারিয়ারের বয়স বেশি নয়। শুরু থেকেই আমি গণমাধ্যমের সহযোগিতা পেয়ে আসছি। তার মধ্যে অন্যতম যুগান্তর। সব সময়ই পত্রিকাটি পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে বলে আমার বিশ্বাস। যেতে যেতে যুগান্তর ২৩ বছর পার করল। অতীতে যেমন মানুষের কথা বলার চেষ্টা করেছে আশা করি সামনের দিনগুলোতেও যুগান্তর দেশ ও মানুষের কথা বলবে। শুভ জন্মদিন। শুভ কামনা যুগান্তর টিমের জন্য।
-শবনম বুবলী, চিত্রনায়িকা
দৈনিক যুগান্তর, দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম। আমরা সব সময় বলি, যুগান্তর আমাদের পত্রিকা। প্রিয় কাগজ। এ পত্রিকাটি ২৩ বছর পার করল নিমিষেই। ভাবতেও অবাক লাগে। বিগত দিনগুলোতে যেমন পত্রিকাটি মানুষের কথা বলেছে, চলচ্চিত্রের সঙ্গে থেকেছে, আগামী দিনগুলোতেও তেমনটি থাকবে বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই সুন্দর সুন্দর বিনোদনমূলক সংবাদ প্রকাশ করে আমাদের চলচ্চিত্রের পাশে থাকবে। দেশের মানুষের সঙ্গে থাকবে। সত্যিকার অর্থে গণমাধ্যমকর্মী আর চলচ্চিত্রকর্মীরা তো একে অন্যের পরিপূরক। আশা করি এ পরিপূরক বিষয়টি সব সময় অটুট থাকবে। সুন্দরের সঙ্গে বেঁচে থাকবে যুগান্তর। আরও অনেক দূর এগিয়ে যাক, শুভকামনা যুগান্তর।
-ওমর সানী ও মৌসুমী, অভিনয়শিল্পী
গণমাধ্যম শোবিজের একটি অংশ। গণমাধ্যমে বিভিন্ন সেগমেন্ট থাকে। যার মধ্যে বিনোদন অন্যতম একটি সেগমেন্ট। অভিনয়ের বাইরে খুব একটা সময় পাই না। যতটুকু পাই তার মধ্যে বিনোদনের খবরই তো নিতে হয়। সেগুলো গণমাধ্যম থেকেই নেওয়া হয়। গণমাধ্যম হিসাবে যুগান্তর প্রতিষ্ঠার শুরু থেকেই আমার পাশে থেকেছে। আমার খবরাখবর গুরুত্ব দিয়ে ছেপেছে। এ ছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকেই দেখছি পত্রিকাটি সফলতার সঙ্গে কাজ করছে। দেখতে দেখতে ২৩ বছর পার করল যুগান্তর। শুরু থেকে যেমন করে দেশ ও মানুষের কথা বলে এসেছে, প্রত্যাশা করি সামনের দিনগুলোতেও যুগান্তর মানুষের কথা বলবে। শিল্পীদের নিয়ে গঠনমূলক সংবাদ প্রকাশ করে তরুণ শিল্পীদের আগ্রহী করে তুলবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা।
-জাহিদ হাসান, অভিনেতা ও নির্মাতা।
যুগান্তর সাহসী একটি পত্রিকা। আমার প্রিয় পত্রিকার মধ্যে অন্যতম বলা যায়। রাজনীতির পাশাপাশি এ পত্রিকার বিনোদন বিভাগের দৈনিক ও সপ্তাহিক আয়োজনগুলো সুখপাঠ্য। বিনোদন মাধ্যমে শিল্পীদের খবর এভাবে আর কেউ প্রকাশ করে না। বিশেষ করে নবাগত ও প্রতিভাবানদের নিয়ে যুগান্তরে প্রায়শই দেখি খবর ছাপা হয়। এটা ভালো লাগে। আমাকে নিয়ে তাদের আয়োজনগুলো ভালোলাগার। দেখতে দেখতে পত্রিকাটির ২৩ বছর হয়ে গেল। আমার বিশ্বাস সামনের দিনগুলোতেও মানুষের কথা বলবে যুগান্তর। প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগান্তর পরিবারকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
-ফেরদৌস আহমেদ, অভিনেতা