সংগীতে ডক্টরেট পেলেন অণিমা রায়
jugantor
সংগীতে ডক্টরেট পেলেন অণিমা রায়

  আনন্দনগর প্রতিবেদক  

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

সংগীত বিষয়ে গবেষণার জন্য ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন রবীন্দ্র সংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক অণিমা রায়। ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর ৫ ফেব্রুয়ারি তিনি এ সম্মাননাপত্র হাতে পান। তার গবেষণার বিষয় ছিল ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. লীনা তাপসী খানের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন। অণিমা রায় বলেন, ‘এ মুহূর্তে অনুভূতিটা আসলে মিশ্র। এত কঠিন একটি জার্নি ছিল, যারা এ জার্নির মধ্য দিয়ে এর আগে সময় ব্যয় করেছেন কেবল তারাই জানেন কতটা কষ্টের এটা। তবে ঈশ্বরের অসীম কৃপায় আমি আমার গবেষণা শেষ করতে পেরেছি এবং সম্মানসূচক ডিগ্রি লাভ করেছি। আমি কৃতজ্ঞ, আমার গাইড শ্রদ্ধেয় লীনা তাপসী ম্যাডামের কাছে। আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি চ্যানেল আই পরিবারের কাছে। আমার যারা ছাত্রছাত্রী তাদের কাছেও আমার এ প্রাপ্তি বিরাট আনন্দের। আমার দীর্ঘ এ সাত বছরের জার্নিতে তানভীর (স্বামী) আমাকে ভীষণ সহযোগিতা করেছে। সংসার জীবনে মানসিকভাবে শান্তিতে থেকে কাজ করে যেতে পারাটাও আশীর্বাদ। তানভীর (স্বামী) আমাকে সেই শান্তিটা দিয়েছে।’

সংগীতে ডক্টরেট পেলেন অণিমা রায়

 আনন্দনগর প্রতিবেদক 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সংগীত বিষয়ে গবেষণার জন্য ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন রবীন্দ্র সংগীতশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক অণিমা রায়। ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর ৫ ফেব্রুয়ারি তিনি এ সম্মাননাপত্র হাতে পান। তার গবেষণার বিষয় ছিল ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ড. লীনা তাপসী খানের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন। অণিমা রায় বলেন, ‘এ মুহূর্তে অনুভূতিটা আসলে মিশ্র। এত কঠিন একটি জার্নি ছিল, যারা এ জার্নির মধ্য দিয়ে এর আগে সময় ব্যয় করেছেন কেবল তারাই জানেন কতটা কষ্টের এটা। তবে ঈশ্বরের অসীম কৃপায় আমি আমার গবেষণা শেষ করতে পেরেছি এবং সম্মানসূচক ডিগ্রি লাভ করেছি। আমি কৃতজ্ঞ, আমার গাইড শ্রদ্ধেয় লীনা তাপসী ম্যাডামের কাছে। আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি চ্যানেল আই পরিবারের কাছে। আমার যারা ছাত্রছাত্রী তাদের কাছেও আমার এ প্রাপ্তি বিরাট আনন্দের। আমার দীর্ঘ এ সাত বছরের জার্নিতে তানভীর (স্বামী) আমাকে ভীষণ সহযোগিতা করেছে। সংসার জীবনে মানসিকভাবে শান্তিতে থেকে কাজ করে যেতে পারাটাও আশীর্বাদ। তানভীর (স্বামী) আমাকে সেই শান্তিটা দিয়েছে।’

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন