ভালোবাসার যুগান্তর
jugantor
ভালোবাসার যুগান্তর

   

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

দৈনিক যুগান্তর। প্রতিষ্ঠার দুই যুগে পা রেখেছে এ বছর। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভলগ্নে যুগান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। জানিয়েছেন যুগান্তরের প্রতি তাদের ভালোলাগা ও ভালোবাসার কথা। এর সপ্তম পর্ব প্রকাশ হলো আজ।

মনে হয় এই তো সেদিন দৈনিক যুগান্তরের প্রকাশনা শুরু হলো, অথচ ২৩ বছর পার হয়ে গেল! দীর্ঘ একটা পথ। যুগান্তর অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই পাড়ি দিয়েছে। আমি এখন সংগীতে নিয়মিত নই। তবে গান ছেড়ে দেইনি। যুগান্তর সব সময় চেষ্টা করেছে আমার খবর নিতে। এটাই একজন শিল্পীর পাওয়া। কাজ না করলেও খোঁজ কজনইবা নেয়। যুগান্তর নিচ্ছে। এ জন্য পত্রিকাটির প্রতি আমি কৃতজ্ঞ। আশা করব অতীতের মতো সামনের দিনগুলোতেও যুগান্তর শিল্পীবান্ধব হয়ে এগিয়ে যাবে, সব সময় মানুষের কথা বলবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা যুগান্তর পরিবারের জন্য।

-মনি কিশোর, সংগীতশিল্পী

আমরা যারা সংগীত নিয়ে কাজ করি, তাদের মূল ফোকাস তো কাজের ওপর থাকেই। কিন্তু আমাদের কাজ মানুষের মাঝে পৌঁছানোর কাজটি করে গণমাধ্যম। অন্যান্য খবরের পাশাপাশি দৈনিক যুগান্তর গত ২৩ বছর ধরে আমাদের খবরও গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে। ব্যক্তিগতভাবে নিয়মিত চেষ্টা করেছে আমার খবর নেওয়ার। পত্রিকাটি দুই যুগে পা দিল। দীর্ঘ পথচলায় যেভাবে দেশের অগ্রযাত্রায় সঙ্গী হিসাবে ছিল, একইভাবে প্রত্যাশা করি যেন এ পত্রিকা সব সময় দেশ ও মানুষের কথা বলে যায়। তেইশ বছর গেল, আরও অনেকদূর এগিয়ে যেতে হবে। শুভকামনা যুগান্তরের জন্য।

-আঁখি আলমগীর, সংগীতশিল্পী

প্রতিষ্ঠার শুরু থেকেই দেখছি দৈনিক যুগান্তর শিল্পীদের কথা বলার চেষ্টা করছে। আমার অভিনয় জীবনের পরিধি খুব একটা বড় নয়, তবু যখন থেকেই কাজ শুরু করেছিলাম তখন থেকেই যুগান্তর আমার পাশে ছিল। এখনো আছে। আমাদের বাসার সামনে এখনো আব্বার (নায়করাজ রাজ্জাক) ছবি সংবলিত যুগান্তরের একটি পৃষ্ঠা ফ্রেম আকারে শোভা পাচ্ছে। আমি এখন খুব একটা মিডিয়াতে কাজ করি না, তবু যুগান্তর আমার ও আমাদের পরিবারের খবর নেওয়ার চেষ্টা করে সব সময়। দেখতে দেখতেই এ পত্রিকাটির বয়স দাঁড়িয়েছে চব্বিশ। আমি দোয়া করি আরও অনেক দূর এগিয়ে যাক যুগান্তর। আরও ভালো করুক। শুভকামনা জানাই যুগান্তর পরিবারকে।

-সম্রাট, অভিনেতা

দৈনিক যুগান্তর আমার প্রিয় পত্রিকাগুলোর মধ্যে অন্যতম। এখন প্রযুক্তির যুগ। তাই অনলাইনেই বিভিন্ন পত্রিকা দেখি। স্বভাবতই যুগান্তর ছাপা পত্রিকার চেয়ে আমার অনলাইন ভার্সন বেশি দেখা হয়। এ পত্রিকায় বেশ কিছু সাবজেক্ট সব সময় আশা জাগানিয়া। এমনিতেই দেখেছি যুগান্তর প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষ ও দেশের কথা বলার চেষ্টা করেছে। আমার ও আমার কাজের খবরও নেওয়ার চেষ্টা করে সব সময়। আমি এ পত্রিকার সফলতা কামনা করি। দুই যুগে পা দিয়েছে যুগান্তর। বলা যায় সাফল্যের আরও একটি ধাপ পার হলো। শুভকামনা দৈনিক যুগান্তর ও যুগান্তর পরিবারের জন্য।

-নিরব হোসেন, অভিনেতা

আমি একজন সংগীতশিল্পী। আমার কাজ স্টুডিও কিংবা স্টেজে। কিন্ত এসব কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে গণমাধ্যম। আমার ক্যারিয়ারের শুরু থেকেই যুগান্তর এ কাজটি পেশাদারিত্বের সঙ্গে পালন করছে। এ জন্য পত্রিকাটির প্রতি আমি কৃতজ্ঞ। এখনো নিয়মিত আমার খবর রাখে যুগান্তর। একটি বিষয় দেখেছি, অনেক নবীনদের খবরও যুগান্তর বিনোদনে ছাপা হয়। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ, নতুনদের সহযোগিতা না করলে মেধা তৈরি হবে না। যুগান্তর চব্বিশে পা দিয়েছে, এটা অবশ্যই সুখবর। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা।

-নাসরিন আক্তার বিউটি, সংগীতশিল্পী

ভালোবাসার যুগান্তর

  
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

দৈনিক যুগান্তর। প্রতিষ্ঠার দুই যুগে পা রেখেছে এ বছর। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভলগ্নে যুগান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। জানিয়েছেন যুগান্তরের প্রতি তাদের ভালোলাগা ও ভালোবাসার কথা। এর সপ্তম পর্ব প্রকাশ হলো আজ।

মনে হয় এই তো সেদিন দৈনিক যুগান্তরের প্রকাশনা শুরু হলো, অথচ ২৩ বছর পার হয়ে গেল! দীর্ঘ একটা পথ। যুগান্তর অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই পাড়ি দিয়েছে। আমি এখন সংগীতে নিয়মিত নই। তবে গান ছেড়ে দেইনি। যুগান্তর সব সময় চেষ্টা করেছে আমার খবর নিতে। এটাই একজন শিল্পীর পাওয়া। কাজ না করলেও খোঁজ কজনইবা নেয়। যুগান্তর নিচ্ছে। এ জন্য পত্রিকাটির প্রতি আমি কৃতজ্ঞ। আশা করব অতীতের মতো সামনের দিনগুলোতেও যুগান্তর শিল্পীবান্ধব হয়ে এগিয়ে যাবে, সব সময় মানুষের কথা বলবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা যুগান্তর পরিবারের জন্য।

-মনি কিশোর, সংগীতশিল্পী

আমরা যারা সংগীত নিয়ে কাজ করি, তাদের মূল ফোকাস তো কাজের ওপর থাকেই। কিন্তু আমাদের কাজ মানুষের মাঝে পৌঁছানোর কাজটি করে গণমাধ্যম। অন্যান্য খবরের পাশাপাশি দৈনিক যুগান্তর গত ২৩ বছর ধরে আমাদের খবরও গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে। ব্যক্তিগতভাবে নিয়মিত চেষ্টা করেছে আমার খবর নেওয়ার। পত্রিকাটি দুই যুগে পা দিল। দীর্ঘ পথচলায় যেভাবে দেশের অগ্রযাত্রায় সঙ্গী হিসাবে ছিল, একইভাবে প্রত্যাশা করি যেন এ পত্রিকা সব সময় দেশ ও মানুষের কথা বলে যায়। তেইশ বছর গেল, আরও অনেকদূর এগিয়ে যেতে হবে। শুভকামনা যুগান্তরের জন্য।

-আঁখি আলমগীর, সংগীতশিল্পী

প্রতিষ্ঠার শুরু থেকেই দেখছি দৈনিক যুগান্তর শিল্পীদের কথা বলার চেষ্টা করছে। আমার অভিনয় জীবনের পরিধি খুব একটা বড় নয়, তবু যখন থেকেই কাজ শুরু করেছিলাম তখন থেকেই যুগান্তর আমার পাশে ছিল। এখনো আছে। আমাদের বাসার সামনে এখনো আব্বার (নায়করাজ রাজ্জাক) ছবি সংবলিত যুগান্তরের একটি পৃষ্ঠা ফ্রেম আকারে শোভা পাচ্ছে। আমি এখন খুব একটা মিডিয়াতে কাজ করি না, তবু যুগান্তর আমার ও আমাদের পরিবারের খবর নেওয়ার চেষ্টা করে সব সময়। দেখতে দেখতেই এ পত্রিকাটির বয়স দাঁড়িয়েছে চব্বিশ। আমি দোয়া করি আরও অনেক দূর এগিয়ে যাক যুগান্তর। আরও ভালো করুক। শুভকামনা জানাই যুগান্তর পরিবারকে।

-সম্রাট, অভিনেতা

দৈনিক যুগান্তর আমার প্রিয় পত্রিকাগুলোর মধ্যে অন্যতম। এখন প্রযুক্তির যুগ। তাই অনলাইনেই বিভিন্ন পত্রিকা দেখি। স্বভাবতই যুগান্তর ছাপা পত্রিকার চেয়ে আমার অনলাইন ভার্সন বেশি দেখা হয়। এ পত্রিকায় বেশ কিছু সাবজেক্ট সব সময় আশা জাগানিয়া। এমনিতেই দেখেছি যুগান্তর প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষ ও দেশের কথা বলার চেষ্টা করেছে। আমার ও আমার কাজের খবরও নেওয়ার চেষ্টা করে সব সময়। আমি এ পত্রিকার সফলতা কামনা করি। দুই যুগে পা দিয়েছে যুগান্তর। বলা যায় সাফল্যের আরও একটি ধাপ পার হলো। শুভকামনা দৈনিক যুগান্তর ও যুগান্তর পরিবারের জন্য।

-নিরব হোসেন, অভিনেতা

আমি একজন সংগীতশিল্পী। আমার কাজ স্টুডিও কিংবা স্টেজে। কিন্ত এসব কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে গণমাধ্যম। আমার ক্যারিয়ারের শুরু থেকেই যুগান্তর এ কাজটি পেশাদারিত্বের সঙ্গে পালন করছে। এ জন্য পত্রিকাটির প্রতি আমি কৃতজ্ঞ। এখনো নিয়মিত আমার খবর রাখে যুগান্তর। একটি বিষয় দেখেছি, অনেক নবীনদের খবরও যুগান্তর বিনোদনে ছাপা হয়। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কারণ, নতুনদের সহযোগিতা না করলে মেধা তৈরি হবে না। যুগান্তর চব্বিশে পা দিয়েছে, এটা অবশ্যই সুখবর। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা।

-নাসরিন আক্তার বিউটি, সংগীতশিল্পী

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন