চলতি বছর শুভর সাত সিনেমা
jugantor
চলতি বছর শুভর সাত সিনেমা

  আনন্দনগর প্রতিবেদক  

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

‘ব্ল্যাক ওয়ার’ নামে একটি সিনেমা দিয়ে বছর শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। এটি গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি। মূলত পুলিশি অ্যাকশন সিনেমা এটি। সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও যেটা পেয়েছে সেটাও কম নয়। বিশেষ করে এ সিনেমার শুভর লুক, অ্যাকশন ও অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। দর্শকদের মাঝে ব্যাপক সাড়া না ফেলতে পারলেও শুভর অভিনয়ে মুগ্ধ ছিল দর্শক। এদিকে গত বছরের শেষদিকে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এ নায়ক। ‘উনিশ ২০’। এটির শুটিংও শুরু হবে চলতি মাসে। নতুন বছরের শুরুর দিকে চুক্তিবদ্ধ হন ‘ফুটবল ৭১’ নামে আরেকটি সিনেমায়। শুটিং শেষ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বায়োগ্রাফি ‘মুজিব : একটি জাতির রূপকার’ ও ‘নূর’ নামে দুটি সিনেমার। চলতি বছরই এ সিনেমা দুটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে নতুন আরও দুটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলে আরেফিন শুভ জানান। সব কিছু চূড়ান্ত হলেই শুটিং শুরু করবেন। জানা গেছে, সব মিলিয়ে চলতি বছর সাতটি সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হবেন এ নায়ক। সবগুলোতে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘চলতি বছর আমার একাধিক সিনেমা মুক্তি পাবে। কাজও করছি সময় নিয়ে। কারণ, প্রত্যেকটি সিনেমার গেটাপ, চরিত্র একেবারেই আলাদা। তাই সময় দিতে হচ্ছে অনেক। বলতে পারি প্রতিটি প্রজেক্টে নতুন নতুন এক আরেফিন শুভকে দেখবেন দর্শক। দর্শকদের ভালোবাসা সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। আশা করি চলতি বছর আমার কাজগুলো দর্শকের ভালো লাগবে। সবার কাছে দোয়া চাই।’

চলতি বছর শুভর সাত সিনেমা

 আনন্দনগর প্রতিবেদক 
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

‘ব্ল্যাক ওয়ার’ নামে একটি সিনেমা দিয়ে বছর শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। এটি গত বছর মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি। মূলত পুলিশি অ্যাকশন সিনেমা এটি। সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও যেটা পেয়েছে সেটাও কম নয়। বিশেষ করে এ সিনেমার শুভর লুক, অ্যাকশন ও অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। দর্শকদের মাঝে ব্যাপক সাড়া না ফেলতে পারলেও শুভর অভিনয়ে মুগ্ধ ছিল দর্শক। এদিকে গত বছরের শেষদিকে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এ নায়ক। ‘উনিশ ২০’। এটির শুটিংও শুরু হবে চলতি মাসে। নতুন বছরের শুরুর দিকে চুক্তিবদ্ধ হন ‘ফুটবল ৭১’ নামে আরেকটি সিনেমায়। শুটিং শেষ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বায়োগ্রাফি ‘মুজিব : একটি জাতির রূপকার’ ও ‘নূর’ নামে দুটি সিনেমার। চলতি বছরই এ সিনেমা দুটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে নতুন আরও দুটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলে আরেফিন শুভ জানান। সব কিছু চূড়ান্ত হলেই শুটিং শুরু করবেন। জানা গেছে, সব মিলিয়ে চলতি বছর সাতটি সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হবেন এ নায়ক। সবগুলোতে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘চলতি বছর আমার একাধিক সিনেমা মুক্তি পাবে। কাজও করছি সময় নিয়ে। কারণ, প্রত্যেকটি সিনেমার গেটাপ, চরিত্র একেবারেই আলাদা। তাই সময় দিতে হচ্ছে অনেক। বলতে পারি প্রতিটি প্রজেক্টে নতুন নতুন এক আরেফিন শুভকে দেখবেন দর্শক। দর্শকদের ভালোবাসা সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই। আশা করি চলতি বছর আমার কাজগুলো দর্শকের ভালো লাগবে। সবার কাছে দোয়া চাই।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন