দেবের বিরুদ্ধে মামলা
দক্ষিণ কলকাতায় আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে থাকেন কলকাতার জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব ওরফে দীপক অধিকারী। নিজের ফ্ল্যাটের মধ্যেই বসিয়েছেন স্টুডিও। তাতে প্রতিদিনই হয় গান বাজনা। এর শব্দে প্রতিবেশীর ঘুম নষ্ট। আবাসন প্রকল্পের কর্তাব্যক্তিদের কাছে অভিযোগ দিয়ে কোনো কাজ হয়নি। আর তাতেই আদালতে মামলা করে দিয়েছেন সেই বৃদ্ধ প্রতিবেশী। কলকাতার হাইকোর্টে দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, মিউজিক স্টুডিওর জেরে দেবের ফ্ল্যাট থেকে হামেশাই গান, বাজনার শব্দ বাইরে আসে। এর ফলে তার অসুস্থ স্ত্রীকে নাকাল হতে হয়। এই নিয়ে আবাসন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি, তাই আইনি পথে হাঁটেন ওয়ারেন বার্ড নামের সেই বৃদ্ধ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দেবের বিরুদ্ধে মামলা
দক্ষিণ কলকাতায় আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে থাকেন কলকাতার জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য দেব ওরফে দীপক অধিকারী। নিজের ফ্ল্যাটের মধ্যেই বসিয়েছেন স্টুডিও। তাতে প্রতিদিনই হয় গান বাজনা। এর শব্দে প্রতিবেশীর ঘুম নষ্ট। আবাসন প্রকল্পের কর্তাব্যক্তিদের কাছে অভিযোগ দিয়ে কোনো কাজ হয়নি। আর তাতেই আদালতে মামলা করে দিয়েছেন সেই বৃদ্ধ প্রতিবেশী। কলকাতার হাইকোর্টে দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, মিউজিক স্টুডিওর জেরে দেবের ফ্ল্যাট থেকে হামেশাই গান, বাজনার শব্দ বাইরে আসে। এর ফলে তার অসুস্থ স্ত্রীকে নাকাল হতে হয়। এই নিয়ে আবাসন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি, তাই আইনি পথে হাঁটেন ওয়ারেন বার্ড নামের সেই বৃদ্ধ।