নিউইয়র্কে বর্ষবরণ আয়োজনে লায়লা হাসান ও রেজওয়ানা চৌধুরী বন্যা
jugantor
নিউইয়র্কে বর্ষবরণ আয়োজনে লায়লা হাসান ও রেজওয়ানা চৌধুরী বন্যা

  আনন্দনগর প্রতিবেদক  

২২ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি সংগঠন। এ আয়োজনে শতকণ্ঠে ১৪৩০ বাংলা সালকে বরণ করে নেওয়া হবে। একই আয়োজনে থাকবে শোভাযাত্রা ও বৈশাখী মেলা। অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসানকে। আয়োজনে গান গাইবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও গাইবেন কলকাতার সংগীতশিল্পী কমলিনী মুখোপাধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সংঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। এ আয়োজন প্রসঙ্গে লায়লা হাসান বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আমি সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসাবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে চাই।’ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এরইমধ্যে আমাকে আমন্ত্রণ জানান হয়েছে। সবকিছু ঠিক থাকলে দেখা হবে।’ আগামী ১৪ ও ১৫ এপ্রিল দু’দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিউইয়র্কে বর্ষবরণ আয়োজনে লায়লা হাসান ও রেজওয়ানা চৌধুরী বন্যা

 আনন্দনগর প্রতিবেদক 
২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি সংগঠন। এ আয়োজনে শতকণ্ঠে ১৪৩০ বাংলা সালকে বরণ করে নেওয়া হবে। একই আয়োজনে থাকবে শোভাযাত্রা ও বৈশাখী মেলা। অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচন করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসানকে। আয়োজনে গান গাইবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও গাইবেন কলকাতার সংগীতশিল্পী কমলিনী মুখোপাধ্যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সংঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। এ আয়োজন প্রসঙ্গে লায়লা হাসান বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আমি সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসাবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে চাই।’ রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘এরইমধ্যে আমাকে আমন্ত্রণ জানান হয়েছে। সবকিছু ঠিক থাকলে দেখা হবে।’ আগামী ১৪ ও ১৫ এপ্রিল দু’দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন