অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি
jugantor
হ্যালো...
অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি

  হাসান সাইদুল  

২২ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

মডেল ও অভিনেতা মামনুন ইমন। বর্তমানে সিনেমা অভিনয় নিয়েই ব্যস্ত। তার অভিনীত নতুন কয়েকটি সিনেমা সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** নতুন কয়েকটি কাজের প্রস্তুতি নিচ্ছি। সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হাতে আসবে। সম্পূর্ণ ঠিকঠাক না হলে তো বলে লাভ নেই। তাই পুরোপুরি চুক্তিবদ্ধ হয়ে জানাব। এছাড়া ‘কানামাছি’ নামে একটি সিনেমার কাজ শেষ। কিছুদিনের মধ্যে সেন্সরে যাবে। সেটি ঈদে মুক্তি দেওয়ার কথা আছে। দেখা যাক কি হয়।

* আপনার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘কাগজ : দ্য পেপার’ নিয়ে কেমন সাড়া পেয়েছেন?

** খুব ভালো সাড়া পেয়েছি। দর্শকদের ভালোবাসার জন্যই তো টিকে আছি। তারা যদি ভালো না বাসত তাহলে তো কাজ করতে পারতাম না। ‘কাগজ : দ্য পেপার’ আমার পছন্দের একটি সিনেমা ছিল। খুব ভালোবাসে কাজও করেছিলাম। সেভাবে দর্শকদের ভালোবাসাও পেয়েছি।

* ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

** চরিত্রপ্রধান এবং ভালো গল্পের সিনেমায় নিজেকে ভেঙে আবার সাজাতে চাই। ভালো পরিচালক যারা আছেন, তাদের সঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে পারলে অনেক কিছু শেখা যায়। সে জন্য সিনিয়রদের সঙ্গে মিশতে ও শিখতে চাই। কখনই স্রোতে গা ভাসিয়ে হারিয়ে যেতে চাই না।

* নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন কবে?

** কয়েকটি সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমাগুলো হলো-দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশমহল’, মোহাম্মদ আসলাম পরিচালিত ‘আমার সিদ্ধান্ত’। এ ছাড়াও ‘সাহসী যোদ্ধা’ নামে একটি সিনেমার অল্প কিছু শুটিং বাকি আছে। এর শুটিংও এ বছর শেষ করব। শিগ্গির নতুন কয়েকটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হব। চূড়ান্ত হলে সবাইকে জানাব।

* সিনেমায় কাজের ক্ষেত্রে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন?

** আমি সব সময় কাজের প্রতি খুব যত্নবান। অবশ্যই ভালো গল্প ও চরিত্রের কথা চিন্তা করি। গল্পটা দর্শকদের সামনে কিভাবে উপস্থাপন করা হবে এ বিষয়, পাশাপাশি মেকিংয়ের বিষয়টিও খুব মনোযোগ দিয়ে দেখি। সেই সঙ্গে আমার সহশিল্পী যে একজন স্টার হতে হবে এমনটা কখনো ভাবি না। যদি গল্প ভালো হয়, নতুন নায়িকাদের সঙ্গেও কাজ করতে আপত্তি নেই।

* সিনেমায় ব্যস্ততা থাকলেও অনেক শিল্পী বিকল্প পেশা বা ব্যবসায় জড়িত থাকেন। এ নিয়ে আপনার ভাবনা কী?

** অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি। সিনেমা আমার প্রাণের সঙ্গে মিশে আছে। জীবনে কিছু করলে অভিনয়ের মাধ্যমেই করব। বেঁচে থাকা অবস্থায় ঢাকাই সিনেমার শেষ পর্যন্ত দেখে যাব।

হ্যালো...

অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি

 হাসান সাইদুল 
২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মডেল ও অভিনেতা মামনুন ইমন। বর্তমানে সিনেমা অভিনয় নিয়েই ব্যস্ত। তার অভিনীত নতুন কয়েকটি সিনেমা সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** নতুন কয়েকটি কাজের প্রস্তুতি নিচ্ছি। সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হাতে আসবে। সম্পূর্ণ ঠিকঠাক না হলে তো বলে লাভ নেই। তাই পুরোপুরি চুক্তিবদ্ধ হয়ে জানাব। এছাড়া ‘কানামাছি’ নামে একটি সিনেমার কাজ শেষ। কিছুদিনের মধ্যে সেন্সরে যাবে। সেটি ঈদে মুক্তি দেওয়ার কথা আছে। দেখা যাক কি হয়।

* আপনার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘কাগজ : দ্য পেপার’ নিয়ে কেমন সাড়া পেয়েছেন?

** খুব ভালো সাড়া পেয়েছি। দর্শকদের ভালোবাসার জন্যই তো টিকে আছি। তারা যদি ভালো না বাসত তাহলে তো কাজ করতে পারতাম না। ‘কাগজ : দ্য পেপার’ আমার পছন্দের একটি সিনেমা ছিল। খুব ভালোবাসে কাজও করেছিলাম। সেভাবে দর্শকদের ভালোবাসাও পেয়েছি।

* ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

** চরিত্রপ্রধান এবং ভালো গল্পের সিনেমায় নিজেকে ভেঙে আবার সাজাতে চাই। ভালো পরিচালক যারা আছেন, তাদের সঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে পারলে অনেক কিছু শেখা যায়। সে জন্য সিনিয়রদের সঙ্গে মিশতে ও শিখতে চাই। কখনই স্রোতে গা ভাসিয়ে হারিয়ে যেতে চাই না।

* নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন কবে?

** কয়েকটি সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমাগুলো হলো-দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশমহল’, মোহাম্মদ আসলাম পরিচালিত ‘আমার সিদ্ধান্ত’। এ ছাড়াও ‘সাহসী যোদ্ধা’ নামে একটি সিনেমার অল্প কিছু শুটিং বাকি আছে। এর শুটিংও এ বছর শেষ করব। শিগ্গির নতুন কয়েকটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হব। চূড়ান্ত হলে সবাইকে জানাব।

* সিনেমায় কাজের ক্ষেত্রে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন?

** আমি সব সময় কাজের প্রতি খুব যত্নবান। অবশ্যই ভালো গল্প ও চরিত্রের কথা চিন্তা করি। গল্পটা দর্শকদের সামনে কিভাবে উপস্থাপন করা হবে এ বিষয়, পাশাপাশি মেকিংয়ের বিষয়টিও খুব মনোযোগ দিয়ে দেখি। সেই সঙ্গে আমার সহশিল্পী যে একজন স্টার হতে হবে এমনটা কখনো ভাবি না। যদি গল্প ভালো হয়, নতুন নায়িকাদের সঙ্গেও কাজ করতে আপত্তি নেই।

* সিনেমায় ব্যস্ততা থাকলেও অনেক শিল্পী বিকল্প পেশা বা ব্যবসায় জড়িত থাকেন। এ নিয়ে আপনার ভাবনা কী?

** অভিনয় ছাড়া বিকল্প কিছু ভাবিনি। সিনেমা আমার প্রাণের সঙ্গে মিশে আছে। জীবনে কিছু করলে অভিনয়ের মাধ্যমেই করব। বেঁচে থাকা অবস্থায় ঢাকাই সিনেমার শেষ পর্যন্ত দেখে যাব।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন