‘আলোকিত নারী’ সম্মাননা পেলেন মমতাজ
নারী দিবস উপলক্ষ্য করে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘আলোকিত নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন ফোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ। সম্প্রতি শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ নামে একটি সংগঠনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, ‘যারা আমাকে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যে কোনো প্রাপ্তিই আনন্দের। আর একজন নারী হিসাবে আমাকে যে সম্মানিত করা হলো এটাও অনেক বড় প্রাপ্তি।’ এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন এ সংগীতশিল্পী। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সময় পেলে স্টেজ শোতে অংশ নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টেজ শো’তে পারফর্ম করতে আমার বেশি ভালো লাগে। কারণ হাজার হাজার দর্শকের কাছ থেকে যে সাড়া পাওয়া যায়, যে ভালোবাসা পাওয়া যায় তা আর অন্য কোথাও মিলে না। আজকের মমতাজ আমি কিন্তু দর্শকের ভালোবাসার কারণেই হয়েছি। একজন সফল সংগীতশিল্পী হতে পেরেছি কি না জানি না, তবে যতটুকুই হয়েছি তা দর্শকের ভালোবাসার কারণে। আর আমার নির্বাচনি এলাকার মানুষের জন্য আমি নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। সেখানকার মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসেন। এটাই আমার প্রাপ্তি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘আলোকিত নারী’ সম্মাননা পেলেন মমতাজ
নারী দিবস উপলক্ষ্য করে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘আলোকিত নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন ফোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজ। সম্প্রতি শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ নামে একটি সংগঠনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, ‘যারা আমাকে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যে কোনো প্রাপ্তিই আনন্দের। আর একজন নারী হিসাবে আমাকে যে সম্মানিত করা হলো এটাও অনেক বড় প্রাপ্তি।’ এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন এ সংগীতশিল্পী। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সময় পেলে স্টেজ শোতে অংশ নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টেজ শো’তে পারফর্ম করতে আমার বেশি ভালো লাগে। কারণ হাজার হাজার দর্শকের কাছ থেকে যে সাড়া পাওয়া যায়, যে ভালোবাসা পাওয়া যায় তা আর অন্য কোথাও মিলে না। আজকের মমতাজ আমি কিন্তু দর্শকের ভালোবাসার কারণেই হয়েছি। একজন সফল সংগীতশিল্পী হতে পেরেছি কি না জানি না, তবে যতটুকুই হয়েছি তা দর্শকের ভালোবাসার কারণে। আর আমার নির্বাচনি এলাকার মানুষের জন্য আমি নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। সেখানকার মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসেন। এটাই আমার প্রাপ্তি।’