ঈদের ধারাবাহিকে রোমিও-নুপুর
jugantor
ঈদের ধারাবাহিকে রোমিও-নুপুর

  আনন্দনগর প্রতিবেদক  

২৪ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

ঈদের জন্য নির্মিত হয়েছে একটি সাত পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘বিবাহ সমাচার’। ড. শেখ মহ. রেজাউল ইসলামের লেখা নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। এতে অভিনয় করেছেন আহমেদ সাব্বির রোমিও ও আফসানা নুপুর। নাটকটি প্রসঙ্গে রোমিও বলেন, ‘এটি অনেক মজার ও হাসির নাটক হলেও এর মাঝে সমাজ সচেতনতামূলক বেশ কিছু মেসেজ আছে। আমি এ নাটকে একজন সহজ সরল বোকা দোকানদারের চরিত্রে অভিনয় করছি। কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ নাটকটি ঈদে এসএ টিভিতে প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

ঈদের ধারাবাহিকে রোমিও-নুপুর

 আনন্দনগর প্রতিবেদক 
২৪ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঈদের জন্য নির্মিত হয়েছে একটি সাত পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘বিবাহ সমাচার’। ড. শেখ মহ. রেজাউল ইসলামের লেখা নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। এতে অভিনয় করেছেন আহমেদ সাব্বির রোমিও ও আফসানা নুপুর। নাটকটি প্রসঙ্গে রোমিও বলেন, ‘এটি অনেক মজার ও হাসির নাটক হলেও এর মাঝে সমাজ সচেতনতামূলক বেশ কিছু মেসেজ আছে। আমি এ নাটকে একজন সহজ সরল বোকা দোকানদারের চরিত্রে অভিনয় করছি। কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ নাটকটি ঈদে এসএ টিভিতে প্রচার হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন