মুক্তির অপেক্ষায় ফেরদৌস অভিনীত ১০ সিনেমা

 আনন্দনগর প্রতিবেদক 
০৭ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মুক্তির অপেক্ষায় আছে চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ১০টি সিনেমা। সবকটি সিনেমার শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি। এগুলো হচ্ছে-‘মানিকের লাল কাঁকড়া’, ‘আহারে জীবন’, ‘ক্ষমা নেই’, ‘গাঙচিল’, ‘জ্যাম’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘১৯৭১ সেইসব দিন’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’, ‘মাইক’ ও ‘দামপাড়া’। এর মধ্যে কোনো সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে, কোনোটি সেন্সরে যাবে। এসব সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এ মুহূর্তে এসে ভালো গল্প ছাড়া ভিন্ন কোনো সিনেমায় অভিনয় করছি না। মুক্তি প্রতীক্ষিত সবগুলো সিনেমায়ই আমার চরিত্র এবং গল্প-দুটোই দারুণ। আশা করি দর্শকদের ভালো লাগবে। ’ এদিকে আজ এ চিত্রনায়কের জন্মদিন। তবে দিনিট ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই তার। ফেরদৌস বলেন, ‘জন্মদিন ঘিরে আমার কখনোই কোনো বিশেষ আয়োজন ছিল না। জন্মদিনকে উৎসবে পরিণত করার মতো করে আমি কখনো উদযাপন করিনি। হয়তো মাঝে মাঝে কেউ কেউ ভালোবেসে দিনটিকে বিশেষায়িত করার চেষ্টা করেছে। সেটা তো আর আমার পক্ষ থেকে নয়। তাই এবারও জন্মদিন ঘিরে কোনো আয়োজন নেই। আমি সব সময়ই দিনটিতে পরিবারের সঙ্গেই কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন