জীবনের ঝুঁকি সত্ত্বেও মাফিয়াদের ডাকে সাড়া দেননি আমির খান
বলিউড আর আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন-এ দুটি যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। কথিত আছে, এক সময় বলিউডে কেউ কাজ করতে চাইলে মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে চলতে হতো। তাদের দেওয়া পার্টিতেও নায়ক নায়িকাদের অংশ নিতে হতো। নব্বইয়ের দশকে মুম্বইজুড়ে রমরমা ছিল অন্ধকার জগতের কুখ্যাত ব্যক্তিত্বদের, তখন নাম শুনলেই শিউরে উঠতেন সবাই। সেসব মাফিয়া প্রেমিকা ছিলেন বলিউড নায়িকাদের অনেকেই। নায়ক-প্রযোজকদের সঙ্গেও অপরাধ জগতের বন্ধুত্বের কথা শোনা যেত হরহামেশা। বিষয়টি অনেকাংশে সত্যিও। কারণ, সঞ্জয় দত্তের সঙ্গে মাফিয়া কানেকশন-ভারতের আদালতেও প্রমাণিত। সালমান খানকে এখনো মাফিয়ারা প্রাণনাশের হুমকি দিচ্ছেন অনবরত। ক্যারিয়ারে শুরুতে বলিউড পারফেকশনিস্ট আমির খানকেও হাতে নিতে চেয়েছিল আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা। কিন্তু সেই মাফিয়াদের কাছে মাথানত করেননি আমির খান। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন বলিউডের প্রভাবশালী প্রযোজক মহাবীর জৈন। আমির খানের প্রশংসা করে তিনি বলেন, ‘নিজের জীবনের ঝুঁকি রয়েছে এটা জেনেও কোনোদিন মাফিয়াদের আয়োজিত কোনো পার্টিতে যাননি আমির। তখন প্রত্যেক বলিউড তারকাকে ডনদের আমন্ত্রণ গ্রহণ করে মধ্যপ্রাচ্যে যেতে হতো। কিন্তু আমির খান নিজের জীবনের বাজি রেখেছিলেন।’ এদিকে ‘লাল সিং চড্ডা’ সিনেমার ব্যর্থতার পর সিনেমার কাজ থেকে আপাতত দূরে আছেন আমির খান। আপতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মানসিকভাবে প্রস্তুত হলে তবেই নতুন ছবির কাজে হাত দেব, আপতত পরিবারকেই সময় দিতে চাই।’ তবে জোর গুঞ্জন রয়েছে, ‘গজনী’ সিনেমার সিক্যুয়াল নিয়ে ফিরতে পারেন তিনি। এ বিষয়ে মিটিংয়ের জন্য কয়েকবার দক্ষিণ ভারতে ছুটেও গিয়েছেন তিনি।
জীবনের ঝুঁকি সত্ত্বেও মাফিয়াদের ডাকে সাড়া দেননি আমির খান
আনন্দনগর ডেস্ক
০৭ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বলিউড আর আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন-এ দুটি যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। কথিত আছে, এক সময় বলিউডে কেউ কাজ করতে চাইলে মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে চলতে হতো। তাদের দেওয়া পার্টিতেও নায়ক নায়িকাদের অংশ নিতে হতো। নব্বইয়ের দশকে মুম্বইজুড়ে রমরমা ছিল অন্ধকার জগতের কুখ্যাত ব্যক্তিত্বদের, তখন নাম শুনলেই শিউরে উঠতেন সবাই। সেসব মাফিয়া প্রেমিকা ছিলেন বলিউড নায়িকাদের অনেকেই। নায়ক-প্রযোজকদের সঙ্গেও অপরাধ জগতের বন্ধুত্বের কথা শোনা যেত হরহামেশা। বিষয়টি অনেকাংশে সত্যিও। কারণ, সঞ্জয় দত্তের সঙ্গে মাফিয়া কানেকশন-ভারতের আদালতেও প্রমাণিত। সালমান খানকে এখনো মাফিয়ারা প্রাণনাশের হুমকি দিচ্ছেন অনবরত। ক্যারিয়ারে শুরুতে বলিউড পারফেকশনিস্ট আমির খানকেও হাতে নিতে চেয়েছিল আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা। কিন্তু সেই মাফিয়াদের কাছে মাথানত করেননি আমির খান। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন বলিউডের প্রভাবশালী প্রযোজক মহাবীর জৈন। আমির খানের প্রশংসা করে তিনি বলেন, ‘নিজের জীবনের ঝুঁকি রয়েছে এটা জেনেও কোনোদিন মাফিয়াদের আয়োজিত কোনো পার্টিতে যাননি আমির। তখন প্রত্যেক বলিউড তারকাকে ডনদের আমন্ত্রণ গ্রহণ করে মধ্যপ্রাচ্যে যেতে হতো। কিন্তু আমির খান নিজের জীবনের বাজি রেখেছিলেন।’ এদিকে ‘লাল সিং চড্ডা’ সিনেমার ব্যর্থতার পর সিনেমার কাজ থেকে আপাতত দূরে আছেন আমির খান। আপতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘মানসিকভাবে প্রস্তুত হলে তবেই নতুন ছবির কাজে হাত দেব, আপতত পরিবারকেই সময় দিতে চাই।’ তবে জোর গুঞ্জন রয়েছে, ‘গজনী’ সিনেমার সিক্যুয়াল নিয়ে ফিরতে পারেন তিনি। এ বিষয়ে মিটিংয়ের জন্য কয়েকবার দক্ষিণ ভারতে ছুটেও গিয়েছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023