নিশাতের নতুন দুই মৌলিক গান

 আনন্দনগর প্রতিবেদক 
০৭ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রকাশের অপেক্ষায় আছে এ প্রজন্মের সংগীতশিল্পী নিশাতের দুই মৌলিক গান। গান দুটির শিরোনাম ‘মেঘের দেশে ভাসবো দু’জন’ ও ‘এঁকেছি মনে প্রেমের আল্পনা’। এগুলো লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী অপু আমান। এরই মধ্যে দুটি গানেরই মিউজিক ভিডিওর কাজ শেষ। নিশাত বলেন, ‘এর আগেও আমার দুটি মৌলিক গান প্রকাশ হয়েছে। কিন্তু সেগুলো খুব বেশি ভালো হয়নি। যে কারণে এবারের দুটো গানে সবদিক দিয়ে বিশেষভাবে মনোযোগ দিয়েছি। গানের কথা, সুর এবং মিউজিক ভিডিও সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। আমি এবারের গানগুলো নিয়ে খুব আশাবাদী।’ শিগ্গির গানগুলো ইউটিউবে প্রকাশ হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। গানের পাশাপাশি স্টেজ শোও উপস্থাপনা করেন নিশাত। এশিয়ান টিভিতেও কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন