নতুন প্রেমে শাকিরা

 আনন্দনগর ডেস্ক 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গত বছর জুনে জেরার্ড পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ভেঙে যায় শাকিরার। পিকে প্রতারণা করেছেন তার সঙ্গে-এমন অভিযোগ তুলে শাকিরা বলেছেন, ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি।’ এরপর কিছুদিন একা ছিলেন বিশ্ব সংগীতের এই সুপারস্টার। তবে সেটা বেশি দিন নয়। কারণ বেশ কিছুদিন ধরেই তার আশপাশে দেখা যাচ্ছে ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিলটনকে। দুজনে চুটিয়ে প্রেম করছেন, এমন খবরও দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো। স্পেনে শাকিরা ও হ্যামিলটনকে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে বলে তারা খবর ছেপেছে। এফ ওয়ান স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সের সাফল্য উদযাপন করতে রবিবার বেশ কয়েকজন কাছের বন্ধুকে নিয়ে ডিনারে গিয়েছিলেন হ্যামিলটন। সেখানে উপস্থিত ছিলেন শাকিরাও। তাকে জড়িয়ে ধরার ছবিও নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অবশ্য এটাই তাদের প্রথম দেখা নয়। এর আগে গত মাসেও শাকিরার সঙ্গে হ্যামিলটনকে দেখা গেছে। তখন থেকেই চাউর হয়েছে, শাকিরা প্রেমে মত্ত হ্যামিলটন। যদিও দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন