ভারতেও চঞ্চল বন্দনা

 আনন্দনগর প্রতিবেদক 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কিছুদিন আগে ‘তাকদীর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী। ভারতীয় একটি ওটিটি প্লাটফর্মে প্রকাশের পর সিরিজটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। শুধু দেশেই নয়, এ সিরিজে চঞ্চলের চরিত্র এবং অভিনয়ে মন ছুঁয়ে গেছে ভারতীয় বাংলা ভাষাভাষী দর্শকদেরও। এবার সেই হাওয়া লাগছে দক্ষিণ ভারতের দর্শকদের গায়েও। সব জায়গায় ছিল চঞ্চল বন্দনা। একটি লাশবাহী গাড়ি ও তার চালককে নিয়ে তাকদীরের গল্প এগিয়েছে। এবার দক্ষিণ ভারতীয় দর্শকদের জন্য ‘তাকদীর’ রিমেকের প্রস্তুতি নিয়েছে প্রযোজনা সংস্থা। জানা গেছে, সিরিজটি ভারতের তেলেগু ভাষায় নির্মিত হবে। ঘোষণাটি দিয়েছেন ‘তাকদীর’র ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তেলেগু ভাষায় এর নাম হবে ‘দায়া’। ১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে সিরিজটি দেখা যাবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন