‘আদিপুরুষ’ মুক্তির আগেই আলোচনায় ‘রামায়ণ’

 আনন্দনগর ডেস্ক 
১০ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ওম রাউত পরিচালিত পৌরাণিক চর্চার সিনেমা ‘আদিপুরুষ’ মুক্তি পাচ্ছে ১৬ জুন। প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান এ সিনেমায় যথাক্রমে অভিনয় করেছেন রাম, সীতা ও রাবনের ভূমিকায়। রামায়ণের কাহিনি নিয়ে নির্মিত আদিপুরুষ মুক্তির আগেই আলোচনায় ভাগ বসিয়েছেন রণবির সিং এবং আলিয়া ভাট। কারণ, এ সময়েই শোনা যাচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ আলিয়া আসছেন সীতা হয়ে। আর রামের চরিত্র রূপায়ণ করবেন রণবির সিং। টুইটারজুড়ে এ আলোচনায় এখন সরগরম মুম্বাই সিনেমা অঙ্গন। জানা গেছে, এটির শুটিং শুরু হবে চলতি বছরের শেষে। গত বছর মুক্তিপ্রাপ্ত অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শিব-এর গার্লফ্রেন্ড ইশার ভূমিকায় ছিলেন আলিয়া। গত বছর মুক্তি পাওয়া রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমায় সীতার ভূমিকায় ছিলেন তিনি। যদিও ‘রামায়ণ’ সিনেমায় অভিনয় নিয়ে কোনো কথা বলেননি রণবীর ও আলিয়া। এ বছর দীপাবলিতে ছবির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর এবং আলিয়ার জুটি দর্শকের নজর কেড়েছিল। এদিকে, মুক্তিপ্রতীক্ষিত ‘আদিপুরুষ’-এর ১০ হাজার টিকিট বুক করে শিরোনাম হয়েছেন রণবীর কাপুর। জানা গেছে, দুঃস্থ শিশুদের সিনেমাটি দেখাতেই এসব টিকিট বুক করেছেন রণবীর। এর আগে ‘আদিপুরুষ’-এর প্রযোজক অভিষেক আগারওয়ালও ১০ হাজার টিকিট বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছিলেন। এক টুইটারবার্তায় তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলে পড়ুয়া দরিদ্র শিক্ষার্থী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের এ টিকিটগুলো বিতরণ করবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করতে ‘আদিপুরুষ’-এর প্রচারণায় প্রযোজকের এ বাড়তি উদ্যোগ। ৪৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন