ঈদের একাধিক নাটকে ইয়াশ ও তটিনী

 আনন্দনগর প্রতিবেদক 
১০ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কুরবানি ঈদের জন্য নির্মিত একাধিক নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন এ সময়ের দুই আলোচিত অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তটিনী। এরইমধ্যে বেশ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করেছেন তারা। সম্প্রতি রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ও মেহেদী রনির পরিচালনায় ‘অবাক কাণ্ড’ নাটকের শুটিং শুরু করেছেন এ জুটি। নাটকটির শুটিং বেশিরভাগই আউটডোরে হবে। এ প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘এরইমধ্যে তটিনীর সঙ্গে আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। অভিনয়েও ভালো করছে সে। আমার কাছে মনে হয় তার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল।’ তটিনী বলেন, ‘ইয়াশ রোহান ভাইয়া সহশিল্পী হিসাবে থাকলে আমি খুব কমফোর্ট ফিল করি। ভীষণ ধৈর্যশীল একজন শিল্পী। আশা করছি আমাদের অভিনীত নাটকগুলো প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন