শেষের পথে ফেরদৌস-অধরার ‘দখিন দুয়ার’

 আনন্দনগর প্রতিবেদক 
১০ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সময়ের আলোচিত চিত্রনায়িকা অধরা খান। গত সপ্তাহে তার অভিনীত ‘সুলতানপুর’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বেশ কিছুদিন আগে এ নায়িকা জনপ্রিয় নায়ক ফেরদৌসের সঙ্গে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। ‘দখিন দুয়ার’ নামে এ সিনেমাটি পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বর্তমানে সিনেমাটির কাজ শেষের পথে বলে জানা গেছে। চলতি সপ্তাহে এর শেষ লটের শুটিং হবে। এতে অভিনয় ও অধরা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘অধরা এবারই প্রথম আমার সঙ্গে কোনো সিনেমাতে অভিনয় করছে। ভালো অভিনয় করার আগ্রহ, চেষ্টা আছে তার। যেটা একজন অভিনয়শিল্পীর জন্য খুব গুরুত্বপূর্ণ। তার জন্য শুভ কামনা রইল। আর দখিন দুয়ার দারুণ গল্পের একটি সিনেমা। দর্শকরা নিরাশ হবেন না, এটা বলতে পারি।’ অধরা খান বলেন, ‘ফেরদৌস ভাই আমার প্রিয় একজন শিল্পী। তার অভিনীত অনেক সিনেমা দেখেছি। তিনি দেশের বাইরেও অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তার কাছ থেকে টুকটাক অনেক কিছু শিখেছি। ভাইয়ার জন্য অনেক শুভ কামনা। আর দখিন দুয়ার সিনেমায় কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য পরিচালক ডায়মন্ড স্যারের প্রতিও আমি কৃতজ্ঞ।’ এদিকে বর্তমানে অপূর্ব রানার পরিচালনায় ‘দ্য রাইটার’ সিনেমাতেও কাজ করছেন। অন্যদিকে ফেরদৌস অভিনীত দশটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন