বিশ্বসংগীত দিবসে অধরা জাহানের গান

 আনন্দনগর প্রতিবেদক 
১০ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আগামী ২১ জুন বিশ্বসংগীত দিবস। এ দিবস ঘিরে নতুন একটি গান তৈরি করছেন গীতিকবি, উপস্থাপিকা ও লেখিকা অধরা জাহান। গানের শিরোনাম ‘সংগীতে মোর অঙ্গ সাজে’। এটি লিখেছেন তিনি। বাংলাদেশ বেতারের জন্য গানটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন এ গীতিকবি। এ প্রসঙ্গে অধরা জাহান বলেন, ‘বিশেষ দিনকে কেন্দ্র করেই আমার বেশিরভাগ কাজ। প্রতিদিন আমি কাজ করতে চাই না, পছন্দও না। আমার শ্রোতা পাঠকদের কথা মাথায় রেখেই কলম ধরি। কারণ গানেই মানুষ প্রশান্তি খোঁজে।’ এদিকে আগামী বইমেলার জন্য কাব্যগ্রন্থ ‘জ্যামিতি প্রেম’ এবং উপন্যাস ‘মুহূর্তরা জানে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অধরা জাহান। এ ছাড়া নিজের ফাউন্ডেশন থেকে সামাজিক কাজকর্ম নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন এ গীতিকবি লেখক।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন