আমেরিকায় সম্মাননা পেলেন রবি চৌধুরী

 আনন্দনগর প্রতিবেদক 
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গানের জগতে সাড়ে তিন দশকের বেশি সময় ধরে বিচরণ প্রখ্যাত সংগীতশিল্পী রবি চৌধুরীর। মৌলিক গান প্রকাশের পাশাপাশি এখনো মঞ্চে নিয়মিত তিনি। কিছুদিন আগে স্টেজ শোতে অংশ নিতে আমেরিকা গিয়েছিলেন এ সংগীতশিল্পী। সেখানে অবস্থানকালীন দেশটির নিউজার্সি অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট ৩৫’র অ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বার্লি তার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়। নিউজার্সি স্টেট সিনেট প্রেসিডেন্ট নিকোলাস পল স্কুটারি, জেনারেল অ্যাসেম্বলি ক্লার্ক ডানা এম বার্লি ও সিনেট সেক্রেটারি লিন্ডা মেটজার স্বাক্ষরিত এ প্রক্লেমেশনটি নিউজার্সি ডিস্ট্রিক্ট ৩৫’র সিনেটর নেলি পো, অ্যাসেম্বলি ওম্যান শাভোন্ডা সামটারের পক্ষে অ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি তার কার্যালয়ে রবি চৌধুরীর হাতে এটি হস্তান্তর করেন। জানা গেছে, এ প্রক্লেমেশনটি স্টেট রেজুলেশন আকারে নিউজার্সির সিনেট অফিসে লিপিবদ্ধ আছে। অ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি তার ফেসবুক ভেরিফাইড পেইজে রবি চৌধুরীর হাতে প্রক্লেমেশন হস্তান্তরের ছবিসহ বিবৃতিও প্রদান করেন। এ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বেনজি ই উইম্বারলি বলেন ‘বাংলাদেশের সংগীতাঙ্গনে আপনার এ বিশেষ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নিউজার্সিতে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। আমরা আশা করব আপনার সংগীতের মাধ্যমে আপনি প্রত্যেকটি মানুষের মনে মানবতার আলো ছড়িয়ে যাবেন।’ এছাড়া নিউজার্সির তৃতীয় বৃহত্তম নগরী প্যাটারসনের মেয়র আঁন্দ্রে সায়াহ্ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার কার্যালয়ে সংগীতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ রবি চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন। এসব প্রাপ্তি প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘সম্মাননা একজন শিল্পীকে আরও কতটা অনুপ্রাণিত করে তা ভাষায় প্রকাশের নয়। দেশের বাইরে আমাকে যারা সম্মানীত করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। দেশের বাইরে এখনো শ্রোতা দর্শকরা আমার গান শোনেন, তাদের ভালোবাসার প্রতি পরম শ্রদ্ধা।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন