Logo
Logo
×

আনন্দ নগর

নতুন সিনেমায় মাহফুজ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একটি নতুন ওয়েব সিনেমায় কাজ করতে চলেছেন অভিনেতা মাহফুজ। তার সঙ্গে চিত্রনায়িকা পরীমণিকে জুটি করে এই ওয়েব ফিল্মের শুটিংয়ে নামতে চলেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আপাতত সেটির নাম দিয়েছেন ‘চন্দ্রস্নানে এসো’।

চয়নিকা বলেন, মাহফুজ ও পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়ে গেছে। তারা দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব। ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখছেন রায়হান খান। চয়নিকা জানান, এ বছরের মধ্যেই ছবিটির কাজ সারতে চান তিনি। কারণ, নতুন বছরে তিনি ফের পূর্ণদৈর্ঘ্য সিনেমায় হাত দেবেন। ‘চন্দ্রস্নানে এসো’র গল্প ও নির্মাণ ভাবনা নিয়ে চয়নিকা চৌধুরীর ভাষ্য-‘প্রহেলিকা’ দিয়ে যে ভালোবাসা আর প্রশংসা পেয়েছি, তাতে দায়িত্ব আরও বেড়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম