শিশুদের নিয়ে ভ্রমণে ব্যবহার করুন গাড়ির সেফটি ফিচার
jugantor
শিশুদের নিয়ে ভ্রমণে ব্যবহার করুন গাড়ির সেফটি ফিচার

  অটোটেক ডেস্ক  

১৯ মার্চ ২০২৩, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

শিশুদের নিয়ে যেকোনো পরিস্থিতিতেই একটু বেশি সতর্ক থাকা দরকার। আর যদি গাড়িতে ভ্রমণের প্রসঙ্গ আসে তবে অতিরিক্ত যত্নবান হওয়া বাঞ্ছনীয়। কেননা, সামান্য অসচেতন হলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। শিশুদের নিয়ে ভ্রমণে গাড়িতে থাকা সেফটি ফিচার ব্যবহার করতে হবে।

শিশুরা মাঝে মধ্যেই গাড়ির দরজা এবং উইন্ডো গ্লাস খোলার এবং বন্ধ করার চেষ্টা করে। যা চলমান গাড়ির নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে।

ফলে দুর্ঘটনার মুখে পড়তে পারে গাড়িতে থাকা সব যাত্রী।

চাইল্ড সেফটি লক

শিশুদের নিয়ে বের হলে অবশ্যই এ ফিচারটি ব্যবহার করা উচিত, চাইল্ড সেফটি লকারের মাধ্যমে গাড়ির রিয়ার ডোরগুলো বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করা উচিত। চাইল্ড সেফটি লক ব্যবহার করা মানে গাড়ির ভেতরে থাকা কেউ দরজা খুলতে পারবে না। শিশুদের নিয়ে বের হলে এ ফিচারটি অনেক কাজে আসতে পারে। চাইল্ড সেফটি লকের মাধ্যমে শুধু আপনার গাড়ির নয়, আপনার লেনে থাকা অন্য গাড়িকেও সুরক্ষিত রাখবে। এ ফিচার ব্যবহার করার জন্য গাড়ির রিয়ার ডোরের সাইডে একটি ছোট্ট সুইচ থাকবে যা প্রেস করলেই ফিচারটি অ্যাকটিভেট হয়ে যাবে।

চাইল্ডপ্রুফিং কার উইন্ডো

গাড়িতে চাইল্ডপ্রুফ কার উইন্ডো থাকলে এটিও ব্যবহার করতে ভুলবেন না। এ ফিচারটির মাধ্যমে সব পাওয়ার উইন্ডো লক হয়ে যাবে। কেবল একটি বাটন চেপেই কাজে আসবে ফিচারটি। চালকের সামনে পাওয়ার উইন্ডো কন্ট্রোলেই এ ফিচারটি অ্যাকটিভেট করা যায়। এটি চালু করলে চালকের উইন্ডো ছাড়া সব উইন্ডো পাওয়ার লক হয়ে যায়, ফলে কোনো শিশু যদি অন্যমনস্ক হয়ে কিংবা খেলার ছলে উইন্ডো খুলতে চায় তা সে পারবে না। নতুন গাড়ি কেনার সময় অবশ্যই এ ফিচারগুলো যাচাই করে নেবেন যাতে আপনার বাছাই করা গাড়িতে চাইল্ড সেফটি লক এবং পাওয়ার উইন্ডো রয়েছে কিনা।

চাইল্ড সেফটি রেটিং

অ্যাডাল্ট সেফটি রেটিংয়ের পাশাপাশি গাড়ির ক্র্যাশ টেস্টে চাইল্ড সেফটি রেটিংও দেওয়া হয়। এ রেটিংয়ের মাধ্যমে বোঝা যায় গাড়িটি দুর্ঘটনার মুখোমুখি হলে শিশুরা কতটা নিরাপদ থাকবে। গাড়ির সুরক্ষা যত ভালো এবং উন্নত হবে ততই ভালো।

শিশুদের নিয়ে ভ্রমণে ব্যবহার করুন গাড়ির সেফটি ফিচার

 অটোটেক ডেস্ক 
১৯ মার্চ ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

শিশুদের নিয়ে যেকোনো পরিস্থিতিতেই একটু বেশি সতর্ক থাকা দরকার। আর যদি গাড়িতে ভ্রমণের প্রসঙ্গ আসে তবে অতিরিক্ত যত্নবান হওয়া বাঞ্ছনীয়। কেননা, সামান্য অসচেতন হলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। শিশুদের নিয়ে ভ্রমণে গাড়িতে থাকা সেফটি ফিচার ব্যবহার করতে হবে।

শিশুরা মাঝে মধ্যেই গাড়ির দরজা এবং উইন্ডো গ্লাস খোলার এবং বন্ধ করার চেষ্টা করে। যা চলমান গাড়ির নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে।

ফলে দুর্ঘটনার মুখে পড়তে পারে গাড়িতে থাকা সব যাত্রী।

চাইল্ড সেফটি লক

শিশুদের নিয়ে বের হলে অবশ্যই এ ফিচারটি ব্যবহার করা উচিত, চাইল্ড সেফটি লকারের মাধ্যমে গাড়ির রিয়ার ডোরগুলো বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করা উচিত। চাইল্ড সেফটি লক ব্যবহার করা মানে গাড়ির ভেতরে থাকা কেউ দরজা খুলতে পারবে না। শিশুদের নিয়ে বের হলে এ ফিচারটি অনেক কাজে আসতে পারে। চাইল্ড সেফটি লকের মাধ্যমে শুধু আপনার গাড়ির নয়, আপনার লেনে থাকা অন্য গাড়িকেও সুরক্ষিত রাখবে। এ ফিচার ব্যবহার করার জন্য গাড়ির রিয়ার ডোরের সাইডে একটি ছোট্ট সুইচ থাকবে যা প্রেস করলেই ফিচারটি অ্যাকটিভেট হয়ে যাবে।

চাইল্ডপ্রুফিং কার উইন্ডো

গাড়িতে চাইল্ডপ্রুফ কার উইন্ডো থাকলে এটিও ব্যবহার করতে ভুলবেন না। এ ফিচারটির মাধ্যমে সব পাওয়ার উইন্ডো লক হয়ে যাবে। কেবল একটি বাটন চেপেই কাজে আসবে ফিচারটি। চালকের সামনে পাওয়ার উইন্ডো কন্ট্রোলেই এ ফিচারটি অ্যাকটিভেট করা যায়। এটি চালু করলে চালকের উইন্ডো ছাড়া সব উইন্ডো পাওয়ার লক হয়ে যায়, ফলে কোনো শিশু যদি অন্যমনস্ক হয়ে কিংবা খেলার ছলে উইন্ডো খুলতে চায় তা সে পারবে না। নতুন গাড়ি কেনার সময় অবশ্যই এ ফিচারগুলো যাচাই করে নেবেন যাতে আপনার বাছাই করা গাড়িতে চাইল্ড সেফটি লক এবং পাওয়ার উইন্ডো রয়েছে কিনা।

চাইল্ড সেফটি রেটিং

অ্যাডাল্ট সেফটি রেটিংয়ের পাশাপাশি গাড়ির ক্র্যাশ টেস্টে চাইল্ড সেফটি রেটিংও দেওয়া হয়। এ রেটিংয়ের মাধ্যমে বোঝা যায় গাড়িটি দুর্ঘটনার মুখোমুখি হলে শিশুরা কতটা নিরাপদ থাকবে। গাড়ির সুরক্ষা যত ভালো এবং উন্নত হবে ততই ভালো।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন