এসি চালু রাখলে কি গাড়ির মাইলেজ কমে?
বাইরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে গাড়ির ভেতরের তাপমাত্রা বেশি হয়। তাই গাড়ির তাপমাত্রা সহনীয় রাখতে এয়ারকন্ডিশন (এসি) ব্যবহৃত হয়। অনেকেই ভাবেন এসি চালু রাখলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সে ভয়ে এসি চালু না করে গাড়ির সব জানালা খুলে দেওয়া হয়। যাতে বাইরের বাতাস গাড়িতে প্রবেশ করতে পারে। কিন্তু সত্যি কি এসি অন থাকলে গাড়ির মাইলেজ কমে যায়? সাধারণত হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় এসি চালু না করে, জানালা খোলা রাখার প্রবণতা বেশি লক্ষ করা যায়। অনেকের ধারণা, জানলা খোলা থাকলে গাড়ির কেবিন ঠান্ডা থাকবে এবং জ্বালানির খরচ কম হবে। এ অভ্যাসের ফলে উলটো আপনার গাড়ির মাইলেজ আরও কমে যেতে পারে। কারণ সব জানালা খোলা থাকলে বাইরের হাওয়া গাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেটি সরাসরি ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে ইঞ্জিনের জ্বালানি দক্ষতা ধীরে ধীরে কমতে শুরু করে। গাড়ির ইঞ্জিনে যত বেশি চাপ সৃষ্টি হবে তত বেশি জ্বালানির প্রয়োজন পড়বে। জ্বালানি দক্ষতা কমতে থাকলে তেল খরচও বাড়তে শুরু করে। যা দিনের শেষে আপনার গাড়ির মাইলেজ কমিয়ে আনবে। বিশেষজ্ঞদের মতে, এসি চালু রেখে গাড়ি হাইস্পিডে চালালে ৫-১০ শতাংশ মাইলেজ কমে যেতে পারে। অন্যদিকে গাড়ির জানালা খোলা রেখে ইঞ্জিন স্টার্ট করলে তেল খরচও দ্রুত হারে বাড়তে শুরু করে এবং মাইলেজের কাঁটাও নিচের দিকে নেমে যায়। তাই এসি অফ রেখে যদি শহরের মধ্যে চার চাকা নিয়ে বের হন তাহলে মাইলেজে খুব একটা বেশি প্রভাব পড়বে না বলেই মনে করেন গাড়ি বিশেষজ্ঞরা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এসি চালু রাখলে কি গাড়ির মাইলেজ কমে?
বাইরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে গাড়ির ভেতরের তাপমাত্রা বেশি হয়। তাই গাড়ির তাপমাত্রা সহনীয় রাখতে এয়ারকন্ডিশন (এসি) ব্যবহৃত হয়। অনেকেই ভাবেন এসি চালু রাখলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে। সে ভয়ে এসি চালু না করে গাড়ির সব জানালা খুলে দেওয়া হয়। যাতে বাইরের বাতাস গাড়িতে প্রবেশ করতে পারে। কিন্তু সত্যি কি এসি অন থাকলে গাড়ির মাইলেজ কমে যায়? সাধারণত হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় এসি চালু না করে, জানালা খোলা রাখার প্রবণতা বেশি লক্ষ করা যায়। অনেকের ধারণা, জানলা খোলা থাকলে গাড়ির কেবিন ঠান্ডা থাকবে এবং জ্বালানির খরচ কম হবে। এ অভ্যাসের ফলে উলটো আপনার গাড়ির মাইলেজ আরও কমে যেতে পারে। কারণ সব জানালা খোলা থাকলে বাইরের হাওয়া গাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেটি সরাসরি ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে ইঞ্জিনের জ্বালানি দক্ষতা ধীরে ধীরে কমতে শুরু করে। গাড়ির ইঞ্জিনে যত বেশি চাপ সৃষ্টি হবে তত বেশি জ্বালানির প্রয়োজন পড়বে। জ্বালানি দক্ষতা কমতে থাকলে তেল খরচও বাড়তে শুরু করে। যা দিনের শেষে আপনার গাড়ির মাইলেজ কমিয়ে আনবে। বিশেষজ্ঞদের মতে, এসি চালু রেখে গাড়ি হাইস্পিডে চালালে ৫-১০ শতাংশ মাইলেজ কমে যেতে পারে। অন্যদিকে গাড়ির জানালা খোলা রেখে ইঞ্জিন স্টার্ট করলে তেল খরচও দ্রুত হারে বাড়তে শুরু করে এবং মাইলেজের কাঁটাও নিচের দিকে নেমে যায়। তাই এসি অফ রেখে যদি শহরের মধ্যে চার চাকা নিয়ে বের হন তাহলে মাইলেজে খুব একটা বেশি প্রভাব পড়বে না বলেই মনে করেন গাড়ি বিশেষজ্ঞরা।