সিলেট কেন্দ্রীয় কারাগার ২৩০ বছর পর নতুন ঠিকানায়
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ ২৩০ বছর পর সিলেট কেন্দ্রীয় কারাগার যাচ্ছে নতুন ঠিকানায়। নগরীর প্রাণকেন্দ্র থেকে বন্দিদের স্থানান্তর করা হচ্ছে শহরতলির প্রায় ১২ কিলোমিটার দূরে। সিলেট সদর উপজেলার বাদাঘাটে স্থাপিত নতুন কারাগারে আজ থেকে শুরু হচ্ছে বন্দি স্থানান্তর। কারাগারের বন্দি স্থানান্তরের সময় বিভিন্ন এলাকা ও সড়কে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য তিন দিন বন্ধ থাকছে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ। এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ একটি নোটিশও জারি করেছে। ব্রিটিশ আমলে নির্মিত নগরীর ধোপাদিঘীর পাড়ে নির্মিত কারাগার থেকে বন্দি স্থানান্তর শুরু হলেও এখনই জায়গাটি মুক্ত হচ্ছে না। আপাতত ব্যবহার হবে বন্দিদের জন্যই। সিলেটের কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার পর্যায়ক্রমে কারাগারের প্রায় আড়াই হাজার বন্দি স্থানান্তর করা হবে। জেলা প্রশাসনে এক সভায় এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রায় ২ হাজার বন্দির ধারণক্ষমতার নতুন কারাগারে পুরুষ বন্দিদের জন্য ৬তলাবিশিষ্ট ৪টি ভবন, নারী বন্দিদের জন্য দ্বিতলবিশিষ্ট দুটি ও ৪ তলা একটি ভবন রয়েছে। নতুন কারাগারে থাকছে ৪টি হাসপাতাল। রান্নার কাজের জন্য ভবন রয়েছে ৫টি। স্টোর রুম বা খাবার মজুদ রাখার জন্য রয়েছে ৪টি ভবন।
