রাঙ্গুনিয়ায় আমিরাত রাষ্ট্রদূতের প্রকল্প এলাকা পরিদর্শন
বিশ্বমানের হেলথ সিটি করার পরিকল্পনা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙ্গুনিয়ায় বিশ্বমানের হেলথ সিটি করার পরিকল্পনা নিচ্ছে সরকার। সংযুক্ত আরব আমিরাত সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। দেশটির চেরিট্যাবল প্রতিষ্ঠান শেখ জায়েদ বিন আল নাহিয়ান ফাউন্ডেশনের রাঙ্গুনিয়ার ১১০ একর পরিত্যক্ত ভূমিতে এক ছাদের নিচে সব ধরনের সুবিধাসংবলিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে আরব আমিরাত সরকার। সেখানে বিশেষায়িত হাসপাতাল ছাড়াও থাকবে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইন্সটিটিউটসহ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের জন্য আলাদা ইউনিট প্রতিষ্ঠা করারও প্রস্তাব করা হয়েছে। শুক্রবার এ লক্ষ্যে রাঙ্গুনিয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচই সাইয়েদ মুহাম্মেদ আল মাহিরী। পরিদর্শনকালে আরব আমিরাতের বিভিন্ন সংস্থার চার সদস্য এবং বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন। এ সময় তিনি প্রকল্প এলাকাটির সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখে পরিত্যক্ত জমিটিকে কাজে লাগিয়ে মানবসেবার কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বমানের হেলথ সিটি করার পরিকল্পনা
রাঙ্গুনিয়ায় আমিরাত রাষ্ট্রদূতের প্রকল্প এলাকা পরিদর্শন
রাঙ্গুনিয়ায় বিশ্বমানের হেলথ সিটি করার পরিকল্পনা নিচ্ছে সরকার। সংযুক্ত আরব আমিরাত সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। দেশটির চেরিট্যাবল প্রতিষ্ঠান শেখ জায়েদ বিন আল নাহিয়ান ফাউন্ডেশনের রাঙ্গুনিয়ার ১১০ একর পরিত্যক্ত ভূমিতে এক ছাদের নিচে সব ধরনের সুবিধাসংবলিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে আরব আমিরাত সরকার। সেখানে বিশেষায়িত হাসপাতাল ছাড়াও থাকবে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইন্সটিটিউটসহ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের জন্য আলাদা ইউনিট প্রতিষ্ঠা করারও প্রস্তাব করা হয়েছে। শুক্রবার এ লক্ষ্যে রাঙ্গুনিয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচই সাইয়েদ মুহাম্মেদ আল মাহিরী। পরিদর্শনকালে আরব আমিরাতের বিভিন্ন সংস্থার চার সদস্য এবং বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে ছিলেন। এ সময় তিনি প্রকল্প এলাকাটির সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখে পরিত্যক্ত জমিটিকে কাজে লাগিয়ে মানবসেবার কাজে ব্যবহারের ওপর গুরুত্ব দেন।