ভোলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পেশকার গ্রেফতার
ঘুষ নেয়ার অভিযোগ
ভোলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভোলায় মামলার রায় করিয়ে দেয়ার কথা বলে ২ লাখ টাকা নেয়ার অভিযোগে শুক্রবার আদালতের এক পেশকারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক গোলাম রফিক এর আগে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক মামলায় বিচারকের স্বাক্ষর জাল করে জামিন না হওয়া আসামির জামিন দেখিয়ে পুলিশের কাছে রি-কল পাঠানোর অভিযোগে পেশকারের পদ থেকে চাকুরিচ্যুত হন। এদিকে শুক্রবার তাকে অপর এক মামলায় জেলা সদরের গাজীপুর সড়কের সরকারি বাসভবন থেকে আটক করে পুলিশ। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর জানান, সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার মোসলেউদ্দিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, জমিজমা বিষয়ে আদালতে মোসলেউদ্দিনের একটি মামলা রয়েছে। ওই মামলার রায় মোসলেউদ্দিনের পক্ষে করিয়ে দেয়ার প্রলোভন দেখান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাবেক পেশকার গোলাম রফিক। এমন প্রলোভন দেখিয়েই মোসলেউদ্দিনের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। তবে আটকের পর রফিক সাংবাদিকদের জানান, তিনি নির্দোষ। তাকে ফাঁসাতে এক চক্র এমন মিথ্যা মামলা সাজিয়েছে। চাকুরিচ্যুত আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন বলেও জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঘুষ নেয়ার অভিযোগ
ভোলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পেশকার গ্রেফতার
ভোলায় মামলার রায় করিয়ে দেয়ার কথা বলে ২ লাখ টাকা নেয়ার অভিযোগে শুক্রবার আদালতের এক পেশকারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক গোলাম রফিক এর আগে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক মামলায় বিচারকের স্বাক্ষর জাল করে জামিন না হওয়া আসামির জামিন দেখিয়ে পুলিশের কাছে রি-কল পাঠানোর অভিযোগে পেশকারের পদ থেকে চাকুরিচ্যুত হন। এদিকে শুক্রবার তাকে অপর এক মামলায় জেলা সদরের গাজীপুর সড়কের সরকারি বাসভবন থেকে আটক করে পুলিশ। ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর জানান, সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার মোসলেউদ্দিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, জমিজমা বিষয়ে আদালতে মোসলেউদ্দিনের একটি মামলা রয়েছে। ওই মামলার রায় মোসলেউদ্দিনের পক্ষে করিয়ে দেয়ার প্রলোভন দেখান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সাবেক পেশকার গোলাম রফিক। এমন প্রলোভন দেখিয়েই মোসলেউদ্দিনের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন। তবে আটকের পর রফিক সাংবাদিকদের জানান, তিনি নির্দোষ। তাকে ফাঁসাতে এক চক্র এমন মিথ্যা মামলা সাজিয়েছে। চাকুরিচ্যুত আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন বলেও জানান।