কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৩ শতাধিক ঘর ভস্মীভূত
ইটনায় বড়বাজারে আগুন
উখিয়া ও ইটনা প্রতিনিধি
১৩ মে ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন শতাধিক রোহিঙ্গার ঘর ও দোকান পুড়ে গেছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ইটনা উপজেলা সদরের বড় বাজারের মাছ মহালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার দিবাগত রাত ২ ঘটিকায় মাছ মহালের ব্যবসায়ী রনি মিয়ার মনোহারি দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পার্শ্ববর্তী ৯টি দোকানে নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। পুলিশ ও এলাকাবাসীর ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সরকারিভাবে ক্ষতিপূরণের আশ্বাস দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৩ শতাধিক ঘর ভস্মীভূত
ইটনায় বড়বাজারে আগুন
কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন শতাধিক রোহিঙ্গার ঘর ও দোকান পুড়ে গেছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ইটনা উপজেলা সদরের বড় বাজারের মাছ মহালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, সোমবার দিবাগত রাত ২ ঘটিকায় মাছ মহালের ব্যবসায়ী রনি মিয়ার মনোহারি দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পার্শ্ববর্তী ৯টি দোকানে নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। পুলিশ ও এলাকাবাসীর ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সরকারিভাবে ক্ষতিপূরণের আশ্বাস দেন।