চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের
গৌরীপুর ও মুলাদীতে দু’জনের মৃত্যু
দিনাজপুর গৌরীপুর ও মুলাদী প্রতিনিধি
১৫ মে ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার পুনট্টি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন পুনট্টিগ্রামে হেমন্তচন্দ্র রায়ের স্ত্রী সাবিত্রী রানী রায় ও মেয়ে শাপলা রানী রায়। জানা যায়, সন্ধ্যার পর মা ও মেয়ে বাড়ির বারান্দা পরিষ্কার করছিলেন। এ সময় ভেজা কাপড় তুলতে গিয়ে হঠাৎ মেয়ে শাপলা রানী বিদ্যুতায়িত হন। মা সাবিত্রী রানী মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হন। পরে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বৃহস্পতিবার আবদুল মোতালিবের ছেলে আল আমিনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পশ্চিম চরকালেখান গ্রামের নেওয়াজ আলী খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের
গৌরীপুর ও মুলাদীতে দু’জনের মৃত্যু
চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার পুনট্টি গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন পুনট্টিগ্রামে হেমন্তচন্দ্র রায়ের স্ত্রী সাবিত্রী রানী রায় ও মেয়ে শাপলা রানী রায়। জানা যায়, সন্ধ্যার পর মা ও মেয়ে বাড়ির বারান্দা পরিষ্কার করছিলেন। এ সময় ভেজা কাপড় তুলতে গিয়ে হঠাৎ মেয়ে শাপলা রানী বিদ্যুতায়িত হন। মা সাবিত্রী রানী মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হন। পরে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে বৃহস্পতিবার আবদুল মোতালিবের ছেলে আল আমিনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পশ্চিম চরকালেখান গ্রামের নেওয়াজ আলী খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।