চাটখিলে ত্রাণ চাওয়ায় বাড়িতে হামলা ভাংচুর লুট
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১৬ মে ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাটখিলের সংকরপুর গ্রামে ত্রাণ বিতরণের সময় ত্রাণ চাওয়ায় বৃহস্পতিবার প্রবাসী নাছিরের বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা ভাংচুর ও লুটপাট করে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা শুক্রবার এ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সকালে নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিমের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণের সময় কাতার প্রবাসী নাছির ছাত্রলীগ নেতা রিয়াদসহ অন্যদের কাছে ত্রাণ দেয়ার দাবি জানান। এ নিয়ে রিয়াদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে ৫০-৬০ জনের সন্ত্রাসী বাহিনী নাছিরের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা নাছিরের ঘরে ব্যাপক ভাংচুর চালায়। হামলায় নাছির, তার ছোট ভাই হাবিব ও চাচা পেয়ার হোসেন সোহেল মারাত্মক আহত হন। আহত নাছির জানান, সন্ত্রাসীরা তার ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চাটখিলে ত্রাণ চাওয়ায় বাড়িতে হামলা ভাংচুর লুট
চাটখিলের সংকরপুর গ্রামে ত্রাণ বিতরণের সময় ত্রাণ চাওয়ায় বৃহস্পতিবার প্রবাসী নাছিরের বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা ভাংচুর ও লুটপাট করে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা শুক্রবার এ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সকালে নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিমের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণের সময় কাতার প্রবাসী নাছির ছাত্রলীগ নেতা রিয়াদসহ অন্যদের কাছে ত্রাণ দেয়ার দাবি জানান। এ নিয়ে রিয়াদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে ৫০-৬০ জনের সন্ত্রাসী বাহিনী নাছিরের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা নাছিরের ঘরে ব্যাপক ভাংচুর চালায়। হামলায় নাছির, তার ছোট ভাই হাবিব ও চাচা পেয়ার হোসেন সোহেল মারাত্মক আহত হন। আহত নাছির জানান, সন্ত্রাসীরা তার ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।