লালমোহনে পিসিআর ল্যাব স্থাপন
প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ এমপি শাওনের
ভোলা জেলায় করোনা পরীক্ষার জন্য আরটিএ পিসিআর ল্যাব স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এমপি শাওন বলেন, ভোলা জেলায় করোনা তুলনামূলকভাবে সহনীয় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলায় আরটিএ পিসিআর ল্যাব স্থাপন করায় এখন একদিনের মধ্যেই করোনার ফলাফল পাচ্ছে মানুষ। হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি রাখার নির্দেশ দেন তিনি। এমপি শাওন পরে লালমোহনের বদরপুর, মোতাহারনগর ও চতলা গ্রামে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩টি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক শাহিন জুয়েল, কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ এমপি শাওনের
লালমোহনে পিসিআর ল্যাব স্থাপন
লালমোহন (ভোলা) প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভোলা জেলায় করোনা পরীক্ষার জন্য আরটিএ পিসিআর ল্যাব স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এমপি শাওন বলেন, ভোলা জেলায় করোনা তুলনামূলকভাবে সহনীয় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলায় আরটিএ পিসিআর ল্যাব স্থাপন করায় এখন একদিনের মধ্যেই করোনার ফলাফল পাচ্ছে মানুষ। হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সপ্তাহে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি রাখার নির্দেশ দেন তিনি। এমপি শাওন পরে লালমোহনের বদরপুর, মোতাহারনগর ও চতলা গ্রামে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩টি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক শাহিন জুয়েল, কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023