বুড়িচংয়ে বিক্ষোভ সমাবেশ
যুবলীগ নেতার নামে অপপ্রচার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা বুড়িচং সদরে যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খানের বিরুদ্ধে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় কয়েকশ’ লোক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। এ সময় তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক চোরাকারবারসহ কোনো অন্যায়কেই বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের কোনো নেতাকর্মী প্রশ্রয় দেন না, কোনোদিন দেবেনও না। এতে কোনো একটি মহল তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে যেসব নেতাদের বাধা মনে করছেন, তাদের বিরুদ্ধে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে অপপ্রচার করছে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুবলীগ নেতার নামে অপপ্রচার
বুড়িচংয়ে বিক্ষোভ সমাবেশ
কুমিল্লা বুড়িচং সদরে যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খানের বিরুদ্ধে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় কয়েকশ’ লোক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। এ সময় তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক চোরাকারবারসহ কোনো অন্যায়কেই বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের কোনো নেতাকর্মী প্রশ্রয় দেন না, কোনোদিন দেবেনও না। এতে কোনো একটি মহল তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে যেসব নেতাদের বাধা মনে করছেন, তাদের বিরুদ্ধে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে অপপ্রচার করছে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।