গৌরীপুরে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পরিবার পরিকল্পনা অধিদফতরের ফ্যামিলি প্ল্যানিং ফিন্ড সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আয়োজনে গৌরীপুরে কর্মরত সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার উপজেলা পাবলিক হলে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু। উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও অধিদফতরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. বসির উদ্দিন, উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী, ইউএনও হাসান মারুফ রাহাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন প্রমুখ। অপরদিকে সাহান আর বানু নিজের প্রতিষ্ঠিত দেশের একমাত্র মুক্তিযোদ্ধা কবরস্থান জিয়ারত ও শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, আবদুস সাত্তার, আবুল কালাম আজাদ, আবদুল কদ্দুস, মো. ইকবাল হোসেন, আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক কমিশনার আবদুল হালিম, সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ম. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গৌরীপুরে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
পরিবার পরিকল্পনা অধিদফতরের ফ্যামিলি প্ল্যানিং ফিন্ড সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আয়োজনে গৌরীপুরে কর্মরত সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার উপজেলা পাবলিক হলে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু। উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও অধিদফতরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. বসির উদ্দিন, উপ-পরিচালক মো. মাজহারুল হক চৌধুরী, ইউএনও হাসান মারুফ রাহাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন প্রমুখ। অপরদিকে সাহান আর বানু নিজের প্রতিষ্ঠিত দেশের একমাত্র মুক্তিযোদ্ধা কবরস্থান জিয়ারত ও শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, আবদুস সাত্তার, আবুল কালাম আজাদ, আবদুল কদ্দুস, মো. ইকবাল হোসেন, আবদুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক কমিশনার আবদুল হালিম, সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ম. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।