ধামরাইয়ে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকার ধামরাইয়ের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে শ্বশুরালয় থেকে বিতাড়িত করার অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত ৩ লাখ টাকা না পেয়ে সুজাতা আক্তার (২৬) নামের ওই গৃহবধূকে শুক্রবার বিকালে তাড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। হাত-পা বেঁধে ওই গৃহবধূকে ভ্যান-রিকশায় তুলে পিত্রালয়ে পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাতনগর গ্রামের আবদুল মালেকের মেয়ে সুজাতা আক্তারের ৯ বছর আগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভাসিয়ালী কৃষ্ণপুর গ্রামের পরান আলী সাধুর ছেলে পোশাক শ্রমিক দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপরই তাদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি। মোটা অঙ্কের যৌতুকের দাবিতে। দাম্পত্য জীবনে শান্তি এবং মেয়ের সুখের কথা ভেবে গৃহবধূর মা সেলিনা বেগম মেয়ের জামাতা দুলালকে নগদ ২ লাখ টাকা যৌতুক প্রদান করেন। কিছুদিন তাদের ভালো কাটলেও পরবর্তীতে আবার যৌতুকের দাবিতে স্বামী, ভাসুর-জা ও শ্বশুর-শাশুড়ি মিলে ওই গৃহবধূর ওপর নির্যাতন শুরু করে।
সম্প্রতি আরও তিন লাখ টাকার যৌতুকের দাবিতে শুক্রবার ওই গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে হাত-পা বেঁধে ভ্যানগাড়িতে তুলে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ওই গৃহবধূ সুজাতা আক্তার জানায়, শুক্রবার বাদ জুমা আমার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় আমাকে হাত-পা বেঁধে ভ্যান-রিকশায় তুলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমি এর ন্যায়বিচার চাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ধামরাইয়ে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন
ঢাকার ধামরাইয়ের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে শ্বশুরালয় থেকে বিতাড়িত করার অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত ৩ লাখ টাকা না পেয়ে সুজাতা আক্তার (২৬) নামের ওই গৃহবধূকে শুক্রবার বিকালে তাড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। হাত-পা বেঁধে ওই গৃহবধূকে ভ্যান-রিকশায় তুলে পিত্রালয়ে পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাতনগর গ্রামের আবদুল মালেকের মেয়ে সুজাতা আক্তারের ৯ বছর আগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ভাসিয়ালী কৃষ্ণপুর গ্রামের পরান আলী সাধুর ছেলে পোশাক শ্রমিক দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপরই তাদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি। মোটা অঙ্কের যৌতুকের দাবিতে। দাম্পত্য জীবনে শান্তি এবং মেয়ের সুখের কথা ভেবে গৃহবধূর মা সেলিনা বেগম মেয়ের জামাতা দুলালকে নগদ ২ লাখ টাকা যৌতুক প্রদান করেন। কিছুদিন তাদের ভালো কাটলেও পরবর্তীতে আবার যৌতুকের দাবিতে স্বামী, ভাসুর-জা ও শ্বশুর-শাশুড়ি মিলে ওই গৃহবধূর ওপর নির্যাতন শুরু করে।
সম্প্রতি আরও তিন লাখ টাকার যৌতুকের দাবিতে শুক্রবার ওই গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে হাত-পা বেঁধে ভ্যানগাড়িতে তুলে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। ওই গৃহবধূ সুজাতা আক্তার জানায়, শুক্রবার বাদ জুমা আমার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় আমাকে হাত-পা বেঁধে ভ্যান-রিকশায় তুলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমি এর ন্যায়বিচার চাই।