পবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন হয়ে থানা ব্রিজস্থ আ’লীগ কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সবুজ শিকদারসহ অন্য নেতারা বক্তৃতা করে পবিপ্রবি’র স্বজনপ্রীতির নিয়োগ বাণিজ্য ঠেকাছে সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার দাবি করেছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।
এ বিষয়ে পবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বিক্ষোভ মিছিলের খবরটি শুনেছি, নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাত্রলীগের হস্তক্ষেপ অনাকাক্সিক্ষত। যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই। স্থানীয় তদবিরবাজ মহলের অনৈতিক চাওয়া ও তদবির না রাখায় ক্ষুব্ধ হয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করতেই ছাত্রলীগকে ব্যবহার করে থাকতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন হয়ে থানা ব্রিজস্থ আ’লীগ কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সবুজ শিকদারসহ অন্য নেতারা বক্তৃতা করে পবিপ্রবি’র স্বজনপ্রীতির নিয়োগ বাণিজ্য ঠেকাছে সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার দাবি করেছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।
এ বিষয়ে পবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বিক্ষোভ মিছিলের খবরটি শুনেছি, নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাত্রলীগের হস্তক্ষেপ অনাকাক্সিক্ষত। যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই। স্থানীয় তদবিরবাজ মহলের অনৈতিক চাওয়া ও তদবির না রাখায় ক্ষুব্ধ হয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করতেই ছাত্রলীগকে ব্যবহার করে থাকতে পারে।