পীরগঞ্জে ইউপি চেয়ারম্যান অপসারণ দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও পীরগঞ্জে খনগাঁও ইউপি চেয়ারম্যান কাউছার আলীর অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ও এলাকাবাসী। মানববন্ধনে কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান কাউছার আলী পরিষদের ভেতরে মাদক সেবন করেন। এছাড়াও এলাকার ভূমি দখল, নারী নির্যাতন, জনগণের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। তবে চেয়ারম্যান কাউছার আলী বলেন, সব অভিযোগ ভিত্তিহীন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যান অপসারণ দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও পীরগঞ্জে খনগাঁও ইউপি চেয়ারম্যান কাউছার আলীর অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ও এলাকাবাসী। মানববন্ধনে কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান কাউছার আলী পরিষদের ভেতরে মাদক সেবন করেন। এছাড়াও এলাকার ভূমি দখল, নারী নির্যাতন, জনগণের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। তবে চেয়ারম্যান কাউছার আলী বলেন, সব অভিযোগ ভিত্তিহীন।