বিতর্কিতদের বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ
কালকিনিতে আ’লীগের কমিটি
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালকিনি উপজেলার ডাসার থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
ডাসার থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সোমবার রাতে এ কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির নেতৃত্ব দেন হেমায়ত উদ্দিন হিমু কাজী, খন্দকার মাসুদ, মতিউর রহমান বাদল কাজী, মতিন মোল্লা ও দেলোয়ার সরদার।
জানা গেছে, ১৮ নভেম্বর সৈয়দ শাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও কাজী মাহমুদুল হাসান দোদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে উপজেলার ডাসার থানা আওয়ামী লীগের ৫৭ সদস্যের কমিটি ঘোষণা
করা হয়। অভিযোগ রয়েছে, নবগঠিত কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। বিএনপি- জামায়াত পরিবারের লোককে
সদস্য পদ দেয়া হয়েছে। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে বলেন, কমিটিতে স্থান পাওয়া কারা বিতর্কিত, সে বিষয়ে দূর থেকে কিভাবে জানব। ওখানকার স্থানীয় নেতাকর্মীরা বলতে পারবেন কারা ভালো, কারা খারাপ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালকিনিতে আ’লীগের কমিটি
বিতর্কিতদের বাদ দেয়ার দাবিতে বিক্ষোভ
কালকিনি উপজেলার ডাসার থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
ডাসার থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সোমবার রাতে এ কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির নেতৃত্ব দেন হেমায়ত উদ্দিন হিমু কাজী, খন্দকার মাসুদ, মতিউর রহমান বাদল কাজী, মতিন মোল্লা ও দেলোয়ার সরদার।
জানা গেছে, ১৮ নভেম্বর সৈয়দ শাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও কাজী মাহমুদুল হাসান দোদুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে উপজেলার ডাসার থানা আওয়ামী লীগের ৫৭ সদস্যের কমিটি ঘোষণা
করা হয়। অভিযোগ রয়েছে, নবগঠিত কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। বিএনপি- জামায়াত পরিবারের লোককে
সদস্য পদ দেয়া হয়েছে। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে বলেন, কমিটিতে স্থান পাওয়া কারা বিতর্কিত, সে বিষয়ে দূর থেকে কিভাবে জানব। ওখানকার স্থানীয় নেতাকর্মীরা বলতে পারবেন কারা ভালো, কারা খারাপ।