জাতীয় পার্টির নেতা কামরুজ্জামান মণ্ডল তৃতীয়বার কাউন্সিলর
শ্রীপুর পৌর নির্বাচন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্রীপুর উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ মো. কামরুজ্জামান মণ্ডল পৌর নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ২০০২ সনে শ্রীপুর পৌরসভার প্রথম নির্বাচনে এবং ২০০৬ সালে দ্বিতীয় নির্বাচনে কমিশনার নির্বাচিত হন। এবারও তিনি নয়টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয়বারের মতো ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন শ্রীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্মসম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি যুগান্তরকে বলেন, পৌর এলাকার ৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস মুক্ত করে বেকারদের কর্মসংস্থান এবং দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে নিজেকে আত্মনিয়োগ করবেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, পুল, কালভার্ট, পয়ঃনিষ্কাশন ও আধুনিকায়নে সামাজিক উন্নয়নকে প্রাধান্য দেবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রীপুর পৌর নির্বাচন
জাতীয় পার্টির নেতা কামরুজ্জামান মণ্ডল তৃতীয়বার কাউন্সিলর
শ্রীপুর উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ মো. কামরুজ্জামান মণ্ডল পৌর নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি ২০০২ সনে শ্রীপুর পৌরসভার প্রথম নির্বাচনে এবং ২০০৬ সালে দ্বিতীয় নির্বাচনে কমিশনার নির্বাচিত হন। এবারও তিনি নয়টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয়বারের মতো ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন শ্রীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্মসম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি যুগান্তরকে বলেন, পৌর এলাকার ৪নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস মুক্ত করে বেকারদের কর্মসংস্থান এবং দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে নিজেকে আত্মনিয়োগ করবেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, পুল, কালভার্ট, পয়ঃনিষ্কাশন ও আধুনিকায়নে সামাজিক উন্নয়নকে প্রাধান্য দেবেন।