ভূঞাপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়েরের পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহজাহান তালুকদার (৪৫) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের হুরমুজ তালুকদারের ছেলে। এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে গোবিন্দাসী এলাকা থেকে স্থানীয়রা শাহজাহানকে পুলিশে সোপর্দ করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাউৎবাড়ি গ্রামের শাহজাহান মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীসহ তার ভাইকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে বের হয়। এ সময় মেয়েটির ভাইকে মোটরসাইকেল চালাতে দিয়ে সামনে বসিয়ে শাহজাহান মেয়েটিকে নিয়ে পিছনে বসে। স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে মেয়েটি অভিযোগ করে। পরে এই ঘটনায় মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে জানায়। মেয়েটির বাবা বাদী হয়ে রাতেই শাহজাহানকে আসামি করে থানায় মামলা করেন।
বুধবার দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভূঞাপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়েরের পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহজাহান তালুকদার (৪৫) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের হুরমুজ তালুকদারের ছেলে। এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে গোবিন্দাসী এলাকা থেকে স্থানীয়রা শাহজাহানকে পুলিশে সোপর্দ করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাউৎবাড়ি গ্রামের শাহজাহান মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীসহ তার ভাইকে নিয়ে মোটরসাইকেলে বেড়াতে বের হয়। এ সময় মেয়েটির ভাইকে মোটরসাইকেল চালাতে দিয়ে সামনে বসিয়ে শাহজাহান মেয়েটিকে নিয়ে পিছনে বসে। স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে মেয়েটি অভিযোগ করে। পরে এই ঘটনায় মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে জানায়। মেয়েটির বাবা বাদী হয়ে রাতেই শাহজাহানকে আসামি করে থানায় মামলা করেন।
বুধবার দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।