বাগাতিপাড়ায় নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি
তিন স্থানে গ্রেফতার ৫
যুগান্তর ডেস্ক
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেটের জৈন্তাপুরে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় পুলিশ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে। নাটোরের বাগাতিপাড়ায় তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। নোয়াখালীর সুবর্ণচরে এক দুর্ধর্ষ ডাকাত ও চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট ব্যুরো : সিলেটের জৈন্তাপুরে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটকরা হলেন- মিলন মৃধা, ইমন শেখ ও ইমরান শেখ।
বাগাতিপাড়া (নাটোর) : উপজেলার তমালতলা বাজারে বুধবার রাতে তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী ও ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র নিয়ে তমালতলা ব্রিজের দিক থেকে বাজারে আসে। তারা প্রথমেই তিন নৈশপ্রহরী মাজেদুর রহমান, ওমর আলী ও আবুল কালামের হাত-পা বেঁধে পাশের লিচুবাগানে আটকে রাখে।
নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত খোকনকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। খোকন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গজারিয়া এলাকার অধিবাসী। বৃহস্পতিবার আটক খোকনকে আদালতে সোপর্দ করা হয়।
চন্দনাইশ (চট্টগ্রাম) : চন্দনাইশে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত এক ডাকাত গ্রেফতার হয়েছে। বুধবার বিকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাগাতিপাড়ায় নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি
তিন স্থানে গ্রেফতার ৫
সিলেটের জৈন্তাপুরে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় পুলিশ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে। নাটোরের বাগাতিপাড়ায় তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। নোয়াখালীর সুবর্ণচরে এক দুর্ধর্ষ ডাকাত ও চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট ব্যুরো : সিলেটের জৈন্তাপুরে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটকরা হলেন- মিলন মৃধা, ইমন শেখ ও ইমরান শেখ।
বাগাতিপাড়া (নাটোর) : উপজেলার তমালতলা বাজারে বুধবার রাতে তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী ও ব্যবসায়ীরা জানান, রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র নিয়ে তমালতলা ব্রিজের দিক থেকে বাজারে আসে। তারা প্রথমেই তিন নৈশপ্রহরী মাজেদুর রহমান, ওমর আলী ও আবুল কালামের হাত-পা বেঁধে পাশের লিচুবাগানে আটকে রাখে।
নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত খোকনকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। খোকন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গজারিয়া এলাকার অধিবাসী। বৃহস্পতিবার আটক খোকনকে আদালতে সোপর্দ করা হয়।
চন্দনাইশ (চট্টগ্রাম) : চন্দনাইশে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত এক ডাকাত গ্রেফতার হয়েছে। বুধবার বিকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।