বৃদ্ধাকে নির্যাতনকারী গৃহকর্মী রানীশংকৈলে গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজধানীর মালিবাগে ফাঁকা বাসায় ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে বিবস্ত্র করে পিটিয়ে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়া গৃহকর্মী রেখা বেগম গ্রেফতার হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রাম থেকে বুধবার গভীর রাতে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রেখা বেগম ঘটনার পর প্রথম আশ্রয় নেয় ঢাকার ডেমরায়। সংবাদ মাধ্যমে ঘটনাটি প্রচার হলে সেখান থেকে পালিয়ে রেখা বেগম আশ্রয় নেয় রানীশংকৈলের চিকনমাটি গ্রামে তার মামা কফিলউদ্দিনের বাড়িতে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বলেন, গ্রেফতারের সময় চুরি করা টাকার মধ্যে নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর বলেন, রেখার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ি গ্রামে। সে ওই গ্রামের আফাউদ্দিনের মেয়ে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বৃদ্ধাকে নির্যাতনকারী গৃহকর্মী রানীশংকৈলে গ্রেফতার
রাজধানীর মালিবাগে ফাঁকা বাসায় ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে বিবস্ত্র করে পিটিয়ে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়া গৃহকর্মী রেখা বেগম গ্রেফতার হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার চিকনমাটি গ্রাম থেকে বুধবার গভীর রাতে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রেখা বেগম ঘটনার পর প্রথম আশ্রয় নেয় ঢাকার ডেমরায়। সংবাদ মাধ্যমে ঘটনাটি প্রচার হলে সেখান থেকে পালিয়ে রেখা বেগম আশ্রয় নেয় রানীশংকৈলের চিকনমাটি গ্রামে তার মামা কফিলউদ্দিনের বাড়িতে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বলেন, গ্রেফতারের সময় চুরি করা টাকার মধ্যে নগদ ৬০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর বলেন, রেখার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ি গ্রামে। সে ওই গ্রামের আফাউদ্দিনের মেয়ে।