কালিহাতীতে আ.লীগের সম্মেলনে সংঘর্ষে আহত ৪
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের কালিহাতীতে পদ-পদবিকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দু’গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ আহত হয়েছে চারজন। আহত হলেন, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার ও তার ছেলে ওবায়দুল ইসলাম তালুকদার, মোমিন তালুকদার ও শহিদুল ইসলাম। বুধবার উপজেলার বিয়ারা মারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার আহত ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে ঢাকা হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান তার ভাতিজা জাহাঙ্গীর আলম তালুকদার।
এ বিষয়ে সভাপতি পদপ্রার্থী ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ.লীগের আইনবিষয়ক সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ভাতিজা জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি পদে আমিসহ চারজন প্রার্থী ছিলাম। সংসদ সদস্যসহ জেলা-উপজেলা নেতারা প্রার্থীদের ঐক্যমতে পৌঁছানোর কথা বলেন, কিন্তু সম্মানিত কাউন্সিলররা ভোট করার দাবি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালিহাতীতে আ.লীগের সম্মেলনে সংঘর্ষে আহত ৪
টাঙ্গাইলের কালিহাতীতে পদ-পদবিকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দু’গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ আহত হয়েছে চারজন। আহত হলেন, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার ও তার ছেলে ওবায়দুল ইসলাম তালুকদার, মোমিন তালুকদার ও শহিদুল ইসলাম। বুধবার উপজেলার বিয়ারা মারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার আহত ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে ঢাকা হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান তার ভাতিজা জাহাঙ্গীর আলম তালুকদার।
এ বিষয়ে সভাপতি পদপ্রার্থী ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ.লীগের আইনবিষয়ক সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের ভাতিজা জাহাঙ্গীর আলম বলেন, সভাপতি পদে আমিসহ চারজন প্রার্থী ছিলাম। সংসদ সদস্যসহ জেলা-উপজেলা নেতারা প্রার্থীদের ঐক্যমতে পৌঁছানোর কথা বলেন, কিন্তু সম্মানিত কাউন্সিলররা ভোট করার দাবি জানান।