পেশি শক্তি দিয়ে ৬ বারের কাউন্সিলরকে হারানোর অভিযোগ
পিরোজপুর পৌর নির্বাচন
পিরোজপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
৩০ বছর ধরে মাঠে থেকে সাধারণ মানুষের সেবা করেছেন। নেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ। এ বছরও তিনি প্রচুর ভোট পেয়েছেন। তবে নির্বাচিত হতে পারেননি। অভিযোগ বিজয়ী প্রার্থীর অবৈধ টাকা, প্রচারণায় বাধা দেওয়া এবং পেশি শক্তি ব্যবহার করে তাকে হারিয়েছে। সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পিরোজপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ২নং ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিনারা বেগম বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ছয় বার পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ছিলেন।
লিখিত বক্তব্যে মিনারা অভিযোগ করেন, তার কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়েছে। নির্বাচনে বিজয়ী জবা ফুল প্রতীকের প্রার্থী ইশিতা বেগম হ্যাপী প্রচুর অবৈধ অর্থ ব্যয় করে পৌরসভার ৬নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম করে তাকে নির্বাচনে পরাজিত করেছেন। এ ব্যাপারে ইশিতা বেগম হ্যাপীকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তাকে পাওয়া না গেলেও জেলা নির্বাচন কর্মকর্তা মো. খান আবি শাহানুর বলেন, বিজিত প্রার্থী মিনারা বেগম আমার কাছে এলে তাকে আমি প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর সংযুক্ত রেজাল্ট শিট দেখানোর পর তিনি আর কোনো মন্তব্য না করে চলে যান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিরোজপুর পৌর নির্বাচন
পেশি শক্তি দিয়ে ৬ বারের কাউন্সিলরকে হারানোর অভিযোগ
৩০ বছর ধরে মাঠে থেকে সাধারণ মানুষের সেবা করেছেন। নেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ। এ বছরও তিনি প্রচুর ভোট পেয়েছেন। তবে নির্বাচিত হতে পারেননি। অভিযোগ বিজয়ী প্রার্থীর অবৈধ টাকা, প্রচারণায় বাধা দেওয়া এবং পেশি শক্তি ব্যবহার করে তাকে হারিয়েছে। সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পিরোজপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ২নং ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিনারা বেগম বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ছয় বার পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ছিলেন।
লিখিত বক্তব্যে মিনারা অভিযোগ করেন, তার কর্মীদের নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করা হয়েছে। নির্বাচনে বিজয়ী জবা ফুল প্রতীকের প্রার্থী ইশিতা বেগম হ্যাপী প্রচুর অবৈধ অর্থ ব্যয় করে পৌরসভার ৬নং ওয়ার্ডের দুটি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম করে তাকে নির্বাচনে পরাজিত করেছেন। এ ব্যাপারে ইশিতা বেগম হ্যাপীকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তাকে পাওয়া না গেলেও জেলা নির্বাচন কর্মকর্তা মো. খান আবি শাহানুর বলেন, বিজিত প্রার্থী মিনারা বেগম আমার কাছে এলে তাকে আমি প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর সংযুক্ত রেজাল্ট শিট দেখানোর পর তিনি আর কোনো মন্তব্য না করে চলে যান।