মৌলভীবাজারে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
মৌলভীবাজার প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজারে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আওতাধীন সব ইউনিট কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার শহরের শাহ মোস্তফা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার সামনে সমাবেশে মিলিত হয়। আন্দোলনকারী নেতাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সম্পাদক আকিদুর রহমান সোহান জেলা কমিটির সিনিয়র নেতারে সঙ্গে আলোচনা না করে ইউনিট কমিটি ঘোষণা করেন। ওই মনগড়া কমিটিতে বিগত আন্দোলন ও সংগ্রামে সক্রিয় কর্মীদের বাদ দেওয়া হয়েছে এবং অনেক বিবাহিত অ-ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মৌলভীবাজারে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
মৌলভীবাজারে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আওতাধীন সব ইউনিট কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার শহরের শাহ মোস্তফা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার সামনে সমাবেশে মিলিত হয়। আন্দোলনকারী নেতাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সম্পাদক আকিদুর রহমান সোহান জেলা কমিটির সিনিয়র নেতারে সঙ্গে আলোচনা না করে ইউনিট কমিটি ঘোষণা করেন। ওই মনগড়া কমিটিতে বিগত আন্দোলন ও সংগ্রামে সক্রিয় কর্মীদের বাদ দেওয়া হয়েছে এবং অনেক বিবাহিত অ-ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।