উলিপুরে প্রচারণায় বাধার অভিযোগ বিএনপির
চাটখিলে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী
উলিপুর (কুড়িগ্রাম) ও চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে। গভীর রাতে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি ও প্রচার মাইক ছিনিয়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী হায়দার আলী মিঞা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ জানুয়ারি থেকে অদ্যাবধি আমার সব ওয়ার্ডের নেতাকর্মী ও ভোটারদের নৌকা প্রতীকের কর্মীরা নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। তারা ধানের শীষের পক্ষে যাতে কেউ প্রচারণায় অংশগ্রহণ না করেন এবং ভোটকেন্দ্রে এজেন্ট না হন এজন্য ভয় দেখাচ্ছেন।
এদিকে নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে শো-ডাউন করে আ.লীগ বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন মেয়র পদ থেকে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকালে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমাবেশে বেলায়েত হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়ে নৌকার প্রার্থী ভিপি নিজামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর ঘোষণা দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উলিপুরে প্রচারণায় বাধার অভিযোগ বিএনপির
চাটখিলে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে। গভীর রাতে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি ও প্রচার মাইক ছিনিয়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী হায়দার আলী মিঞা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ জানুয়ারি থেকে অদ্যাবধি আমার সব ওয়ার্ডের নেতাকর্মী ও ভোটারদের নৌকা প্রতীকের কর্মীরা নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। তারা ধানের শীষের পক্ষে যাতে কেউ প্রচারণায় অংশগ্রহণ না করেন এবং ভোটকেন্দ্রে এজেন্ট না হন এজন্য ভয় দেখাচ্ছেন।
এদিকে নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে শো-ডাউন করে আ.লীগ বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন মেয়র পদ থেকে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকালে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমাবেশে বেলায়েত হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়ে নৌকার প্রার্থী ভিপি নিজামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর ঘোষণা দেন।